প্রাক্তন এনসিপি সাংসদের তৃণমূল কংগ্রেসে যোগ

- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্কঃ জাতীয়তাবাদী কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাজিদ মেনন তৃণমূলে যোগ দিলেন। সাংসদ ডেরেক ও’ব্রায়ান ও সৌগত রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাজিদ তৃণমূলে সামিল হন। নভেম্বরেই তিনি এনসিপি ছেড়েছিলেন। পেশায় বিখ্যাত ক্রিমিনাল ল’ইয়ার জাতীয়তাবাদী কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১৪-২০ পর্যন্ত এনসিপির টিকিটে মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
একজন বিধায়ক হিসেবে তিনি কর্মী, জনঅভিযোগ, আইন ও বিচারসংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এবং বিচারক মন্ত্রালয়ের পরামর্শ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি মাজিদ মেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বলেন, পিএম মোদির যে গুণ রয়েছে বিরোধী নেতাদের তা নেই।
মোদিজী যদি মানুষের মন জয় করে থাকেন এবং বিশ্বে তাঁকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে দেখানো হয় তাহলে নিশ্চিতভাবেই কিছু ভাল গুণ রয়েছে এবং ভাল কাজ করেছেন যা বিরোধী নেতারা করেননি। পরে অবশ্য ইউ টার্ন নিয়ে তিনি বলেন, পিএম মোদি বা আরএসএস-এর বিচারধারাকে তিনি সমর্থন করেননা।