২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে ব্রিটিশ সেনা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েক মাস আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছিল ব্রিটেনের রয়্যাল মেরিন সেনাবাহিনী। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করেছেন।

রবার্ট মাগোওয়ান জানান, চলতি বছরের এপ্রিল মাসে ব্রিটিশ মেরিন সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল। জেনারেল মাগোওয়ানে দাবি করেন, গত জানুয়ারি মাসে ব্রিটিশ মেরিনের ৪৫ জন কমান্ডোর একটি দল ইউক্রেনে প্রবেশ করে। এরপর এপ্রিল মাসে ৩০০ ব্রিটিশ মেরিন সেনাকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। এই ব্রিটিশ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে কঠিন অভিযানে অংশ নেয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ মেরিন ফোর্সের কমান্ডার জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিপ অব ডিফেন্স স্টাফ।

 

ঠিক কী ধরনের অভিযান চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেনারেল মাগোওয়ান। তবে এই প্রথম ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোনও খবর প্রকাশ হল। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

উল্লেখ্য, রাশিয়া বারংবার অভিযোগ করে আসছে যে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে ন্যাটো সেনারা। পশ্চিমা বিশ্ব রাশিয়ার এ দাবি অস্বীকার করেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে ব্রিটিশ সেনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েক মাস আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছিল ব্রিটেনের রয়্যাল মেরিন সেনাবাহিনী। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করেছেন।

রবার্ট মাগোওয়ান জানান, চলতি বছরের এপ্রিল মাসে ব্রিটিশ মেরিন সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল। জেনারেল মাগোওয়ানে দাবি করেন, গত জানুয়ারি মাসে ব্রিটিশ মেরিনের ৪৫ জন কমান্ডোর একটি দল ইউক্রেনে প্রবেশ করে। এরপর এপ্রিল মাসে ৩০০ ব্রিটিশ মেরিন সেনাকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। এই ব্রিটিশ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে কঠিন অভিযানে অংশ নেয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ মেরিন ফোর্সের কমান্ডার জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিপ অব ডিফেন্স স্টাফ।

 

ঠিক কী ধরনের অভিযান চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেনারেল মাগোওয়ান। তবে এই প্রথম ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোনও খবর প্রকাশ হল। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল।

উল্লেখ্য, রাশিয়া বারংবার অভিযোগ করে আসছে যে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছে ন্যাটো সেনারা। পশ্চিমা বিশ্ব রাশিয়ার এ দাবি অস্বীকার করেছে।