পঞ্জাবে ফের ভারত- পাক আন্তর্জাতিক সীমান্তে ক্যামেরা সহ চিনা কোয়াডকপ্টার বাজেয়াপ্ত করল বিএসএফ
- আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: ড্রোনের গতিবিধি দিন দিন বেড়েই চলেছে পঞ্জাবের অমৃতসরে। এবার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি চিনা ড্রোন (কোয়াডকপ্টার) উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসরের রাজাতাল গ্রামে একটি ড্রোন আটক করা হয়েছে।
কাঁটাতারের কাছে ড্রোনটি পাওয়া যায়, এটি একটি ক্যামেরা-সহ কোয়াডকপ্টার। এটি চিনে তৈরি, আমরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালিয়ে শেষ পর্যন্ত উদ্ধার করেছি। এলাকায় এখনও তল্লাশি চলছে। বিএসএফ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসর জেলায় বিএসএফ জওয়ানরা একটি উড়ন্ত ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। তখন বিএসএফ জওয়ানরা গুলি চালান, পরে রাজাতাল গ্রামে মাঠের মধ্যে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।