মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় কড়া পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
ইমামা খাতুন
- আপডেট :
৭ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: নিউ ইয়র্ক-দিল্লি বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের। ওই ঘটনার সময় বিমানে থাকা ৪ জন কর্মী এবং দুই পাইলটের মধ্যে একজনকে শো-কজ নোটিস পাঠিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। শনিবার সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে। এছাড়াও, ঘটনার দিন বিমানে উপস্থিত কর্মী ও পাইলটরা যথার্থ ভূমিকা পালন করেছিলেন কিনা তা’ও খতিয়ে দেখার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যদিও অভ্যন্তরীণ তদন্ত এখনও শেষ হয়নি। পুরো ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
সংস্থার দাবি, সেদিন বিমানে উপস্থিত কর্মীদের এই ঘটনাটি আরও দক্ষতার সঙ্গে সামাল দেওয়া উচিৎ ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। উপস্থিত সকলের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাওয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে সংস্থা।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রব করেন তাঁর এক পুরুষ সহযাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা মহিলার শরীরে মূত্র ত্যাগ করেন।
ভুক্তভোগী ওই মহিলা এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই মহিলাকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়।
ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। শনিবার বেঙ্গালুরু থেকে শঙ্করকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কিন্তু এই ঘটনার প্রায় দু’মাস পরেও তোলপাড় চলছে এ বিষয়ে। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে।