১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির ছায়া উত্তরপ্রদেশে, ১৫ বছরের পড়ুয়াকে ঘষটে নিয়ে গেল গাড়ি, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 16

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির অঞ্জলি কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। ১৫ বছরের স্কুলছাত্রকে টেনেহিঁচড়ে নিয়ে ছুটল গাড়ি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই নাবালকটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদৈতে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজও।

 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই নাবালক কোচিং ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিল। সন্ধ্যাবেলা সাইকেলে চেপে কোচিং ক্লাসে যাচ্ছিল কেতন কুমার। নবম শ্রেণীর পড়ুয়া সে। সেই সময় একটি  সাদা ওয়াগন আর গাড়ি তাঁকে ধাক্কা মারে, তখনই গাড়ি থেকে পড়ে যায় সে। তারপর গাড়ির পিছনে পা আঁটকে যায় কেতনের পা। ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই চিৎকার করতে শুরু করে তারা। গাড়িটিকে  বার বার বাঁধা দেওয়ার চেষ্টা করে তারা। এমনকি গাড়িটিকে থামানোর অনুরোধও করতে থাকে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পালানোর জন্য আরও জোরে গাড়ি চালিয়ে দেন চালক।

 

এমনকি প্রকাশ হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিশোর বার বার পা বার করার চেষ্টা করছে। পথচারীরা গাড়ির পিছনে ছুটছেন। চিৎকার করছেন। কিন্তু চালক কোনও কিছুতেই কান দিচ্ছেন না। শেষ পর্যন্ত একটি ঘিঞ্জি এলাকায় গিয়ে গাড়িটিকে আটকান লোকজন। উদ্ধার করা হয় কিশোরকে।সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।আপাতত চিকিৎসাধীন রয়েছে সে। চালককে মারধর শুরু করেন স্থানীয়রা। পুলিশ এসে কোনও মতে চালককে গ্রেফতার করে নিয়ে যায়।

 

উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে তিন বার পথচারীকে চাপা দিয়ে টানতে টানতে গাড়ি ছোটানোর ঘটনা হল। বর্ষবরণের রাতে দিল্লিতে ২০ বছরের তরুণীকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে ১২ কিলোমিটার নিয়ে যায়  একটি মারুতি ব্যালেনো গাড়ি। মৃত্যু হয় তরুণীর। অভিযোগ, গাড়িতে সওয়ার ৪ জনই মদ্যপ ছিলেন। দিন দুই আগে নয়ডাতে এক ফুড ডেলিভারি এজেন্টকে একই ভাবে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়ি। তাঁরও মৃত্যু হয়েছে। এমনকি উত্তরপ্রদেশেও এক মহিলাকে ঘষটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির ছায়া উত্তরপ্রদেশে, ১৫ বছরের পড়ুয়াকে ঘষটে নিয়ে গেল গাড়ি, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির অঞ্জলি কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। ১৫ বছরের স্কুলছাত্রকে টেনেহিঁচড়ে নিয়ে ছুটল গাড়ি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই নাবালকটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদৈতে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজও।

 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই নাবালক কোচিং ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিল। সন্ধ্যাবেলা সাইকেলে চেপে কোচিং ক্লাসে যাচ্ছিল কেতন কুমার। নবম শ্রেণীর পড়ুয়া সে। সেই সময় একটি  সাদা ওয়াগন আর গাড়ি তাঁকে ধাক্কা মারে, তখনই গাড়ি থেকে পড়ে যায় সে। তারপর গাড়ির পিছনে পা আঁটকে যায় কেতনের পা। ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই চিৎকার করতে শুরু করে তারা। গাড়িটিকে  বার বার বাঁধা দেওয়ার চেষ্টা করে তারা। এমনকি গাড়িটিকে থামানোর অনুরোধও করতে থাকে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পালানোর জন্য আরও জোরে গাড়ি চালিয়ে দেন চালক।

 

এমনকি প্রকাশ হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিশোর বার বার পা বার করার চেষ্টা করছে। পথচারীরা গাড়ির পিছনে ছুটছেন। চিৎকার করছেন। কিন্তু চালক কোনও কিছুতেই কান দিচ্ছেন না। শেষ পর্যন্ত একটি ঘিঞ্জি এলাকায় গিয়ে গাড়িটিকে আটকান লোকজন। উদ্ধার করা হয় কিশোরকে।সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।আপাতত চিকিৎসাধীন রয়েছে সে। চালককে মারধর শুরু করেন স্থানীয়রা। পুলিশ এসে কোনও মতে চালককে গ্রেফতার করে নিয়ে যায়।

 

উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে তিন বার পথচারীকে চাপা দিয়ে টানতে টানতে গাড়ি ছোটানোর ঘটনা হল। বর্ষবরণের রাতে দিল্লিতে ২০ বছরের তরুণীকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে ১২ কিলোমিটার নিয়ে যায়  একটি মারুতি ব্যালেনো গাড়ি। মৃত্যু হয় তরুণীর। অভিযোগ, গাড়িতে সওয়ার ৪ জনই মদ্যপ ছিলেন। দিন দুই আগে নয়ডাতে এক ফুড ডেলিভারি এজেন্টকে একই ভাবে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়ি। তাঁরও মৃত্যু হয়েছে। এমনকি উত্তরপ্রদেশেও এক মহিলাকে ঘষটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।