২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হেনানের ৯০ শতাংশ করোনায় আক্রান্ত

ইমামা খাতুন
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত। হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াংচেং বলেছেন, জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ।  চিনা এই প্রদেশের জনসংখ্যা ৯ কোটি ৯৪ লক্ষ। এর মধ্যে ৮ কোটি ৮৫ লক্ষ মানুষই করোনায় আক্রান্ত। পরিচালক কান বলেছেন, হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্তদের আগমণ সর্বাধিক ছিল ১৯ ডিসেম্বর। এরপর থেকে তা কমতে থাকে। সাম্প্রতিক সময়ে চিনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে জিরো কোভিড নীতি থেকে দেশটির সরে আসার পর দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত। এদিকে চলতি মাসের শেষের দিকে চিনে নতুন চন্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ বড় বড় শহরগুলো থেকে বাড়ি কিংবা আত্মীয়দের কাছে যাবেন বলে মনে করা হচ্ছে। ফলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেনানের ৯০ শতাংশ করোনায় আক্রান্ত

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত। হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াংচেং বলেছেন, জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ।  চিনা এই প্রদেশের জনসংখ্যা ৯ কোটি ৯৪ লক্ষ। এর মধ্যে ৮ কোটি ৮৫ লক্ষ মানুষই করোনায় আক্রান্ত। পরিচালক কান বলেছেন, হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্তদের আগমণ সর্বাধিক ছিল ১৯ ডিসেম্বর। এরপর থেকে তা কমতে থাকে। সাম্প্রতিক সময়ে চিনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে জিরো কোভিড নীতি থেকে দেশটির সরে আসার পর দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত। এদিকে চলতি মাসের শেষের দিকে চিনে নতুন চন্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ বড় বড় শহরগুলো থেকে বাড়ি কিংবা আত্মীয়দের কাছে যাবেন বলে মনে করা হচ্ছে। ফলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।