২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে ভারতে বাংলায় পাথর ছোড়া হয়নি, বদনাম করতেই এই প্রচার, সরব মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবারো বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন মমতা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়নি বাংলায়। প্রায় প্রত্যেক দিনই বন্দে ভারত এক্সপ্রেসে নিয়ে পাথর ছোড়া নিয়ে যে অভিযোগ উঠছে তা আসলে বাংলাকে বদনামের চেষ্টা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বন্দে ভারতের ওপরে পাথর ছোড়ার ঘটনা ঘটলেও বাংলায় এমন কোনও ঘটনা ঘটেনি।

এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী।  এদিন তিনি বলেন, তিন দিন ধরে প্রচার হচ্ছে বাংলার থেকে একটি ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। কিন্তু বাংলা থেকে পাথর ছোড়া হয়নি। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ এবং বিহারে। যদি মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে এটা মানুষের ব্যাপার। আমি এতে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু মিথ্যে দোষারোপে কেন বাংলাকে বদনাম করা হচ্ছে! যে মানুষেরা দিনরাত পরিশ্রম করে গঙ্গাসাগরের মতো মেলার আয়োজন করছেন, কেন তাদের অপমান করছেন!

প্রসঙ্গত এই প্রথম নয় এর আগে গঙ্গাসাগরে দাঁড়িয়েও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার একই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। এবং উভয় ক্ষেত্রেই বাংলায় পাথর ছোড়া নিয়ে যে প্রচার তাকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই প্রচারকে বাংলাকে বদনাম করার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন মমতা।

প্রসঙ্গত গঙ্গাসাগর থেকে ফেরার সময় হেলিপ্যাডে দাঁড়িয়ে একইভাবে এই ধরনের প্রচারের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। একইভাবে তিনি অভিযোগ করেছিলেন বিহারের ঘটনাকে সামনে রেখে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেদিনের সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি আরও একবার শোনা গেল। স্পষ্টভাষায় তিনি বুঝিয়ে দিলেন, বন্দে ভারতে পাথর ছোড়া নিয়ে যা কিছু বলা হচ্ছে বাংলাকে বদনাম করতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার ছাড়া আর কিছুই নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারতে বাংলায় পাথর ছোড়া হয়নি, বদনাম করতেই এই প্রচার, সরব মমতা

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবারো বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন মমতা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়নি বাংলায়। প্রায় প্রত্যেক দিনই বন্দে ভারত এক্সপ্রেসে নিয়ে পাথর ছোড়া নিয়ে যে অভিযোগ উঠছে তা আসলে বাংলাকে বদনামের চেষ্টা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বন্দে ভারতের ওপরে পাথর ছোড়ার ঘটনা ঘটলেও বাংলায় এমন কোনও ঘটনা ঘটেনি।

এবার দেখে নেওয়া যাক ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী।  এদিন তিনি বলেন, তিন দিন ধরে প্রচার হচ্ছে বাংলার থেকে একটি ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। কিন্তু বাংলা থেকে পাথর ছোড়া হয়নি। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ এবং বিহারে। যদি মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে এটা মানুষের ব্যাপার। আমি এতে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু মিথ্যে দোষারোপে কেন বাংলাকে বদনাম করা হচ্ছে! যে মানুষেরা দিনরাত পরিশ্রম করে গঙ্গাসাগরের মতো মেলার আয়োজন করছেন, কেন তাদের অপমান করছেন!

প্রসঙ্গত এই প্রথম নয় এর আগে গঙ্গাসাগরে দাঁড়িয়েও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার একই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। এবং উভয় ক্ষেত্রেই বাংলায় পাথর ছোড়া নিয়ে যে প্রচার তাকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই প্রচারকে বাংলাকে বদনাম করার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন মমতা।

প্রসঙ্গত গঙ্গাসাগর থেকে ফেরার সময় হেলিপ্যাডে দাঁড়িয়ে একইভাবে এই ধরনের প্রচারের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। একইভাবে তিনি অভিযোগ করেছিলেন বিহারের ঘটনাকে সামনে রেখে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেদিনের সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি আরও একবার শোনা গেল। স্পষ্টভাষায় তিনি বুঝিয়ে দিলেন, বন্দে ভারতে পাথর ছোড়া নিয়ে যা কিছু বলা হচ্ছে বাংলাকে বদনাম করতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার ছাড়া আর কিছুই নয়।