১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ঘিরে ধরে কুয়াশা যখন, চেনা ময়দানের অচেনা ছবি, দেখুন ফটো গ্যালারি
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৫ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্ক:রবিবার সকালে ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতার আকাশ। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন।


তবে আজ রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। শীত আবার চেনা মেজাজে ফিরবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পুবের কলমের চিত্রসাংবাদিক সন্দীপ সাহার ক্যামেরায় ধরা পড়েছে কুয়াশামাখা তিলোত্তমার ছবি। কোথাও ঘন কুয়াশায় জগাররা ব্যস্ত জগিং করতে আবার কোথাও ঘিরে ধরা কুয়াশার মধ্যেই চলছে ফুটবল খেলা। চেনা ময়দানের কুয়াশা ঘেরা অন্য চেহারা, দেখুন ফটো গ্যালারি।।