বেঙ্গালুরুতে বনেটের ওপরে বসিয়ে এক ব্যক্তিকে নিয়ে দৌড়াল গাড়ি, গ্রেফতার ৫

- আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: বেপরোয়া গতির গাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা বার বারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা। দিল্লিতে বর্ষবরণের রাতে অঞ্জলি বলে বছর ২০’র একটি মেয়েকে গাড়িতে ঘষটে নিয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত সমাজ। ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় অঞ্জলির। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর বীভৎসতা বর্ণনা করা হয়। সম্প্রতি দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে বেরিয়ে নিজেই হেনস্থার শিকার হন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। কিন্তু এর পরেও থেমে থাকল না সেই ঘটনা। এবার নয়া দিল্লি নয়, ঘটনাস্থল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। কর্নাটকের বেঙ্গালুরুতে হাড়হিম করা ভিডিও ভাইরাল হল। সেখানে দেখা গেছে, আবারও মানুষকে টেনে হিঁচড়ে এগিয়ে গেল চারচাকা গাড়ি। । সেখানে দেখা যাচ্ছে ভরা দিনের আলোয় এক ব্যক্তিকে বনেটের উপরে রেখেই প্রায় ৩ কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে একটি গাড়ি। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, একটি ছোট পথ দুর্ঘটনার জেরে গাড়ির চালক প্রিয়াঙ্কা ও স্কুটি চালকের সঙ্গে বচসা বাধে। বচসার মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। সেই সময় প্রিয়াঙ্কাকে থামাতে তাঁর গাড়ির পিছনে স্কুটি নিয়েই রওনা দেন দর্শন। প্রিয়াঙ্কাকে থামাতে তাঁর গাড়ির বনেটের উপরেই ঝাঁপ দেন তিনি। সেইভাবেই গাড়ি নিয়ে দৌড়তে থাকে প্রিয়াঙ্কা। দর্শনকে গাড়ির বনেটের উপরে নিয়েই প্রায় ৩ কিলোমিটার চালিয়ে নিয়ে যান প্রিয়াঙ্কা।
গোটা ঘটনায় গাড়ির চালক প্রিয়াঙ্কা, স্কুটি চালক দর্শন-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় পৃথকভাবে দুটি এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার সকালে উল্লালা মেন রোডের কাছে জ্ঞানভারতী থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
কদিন আগেই ৭১ বছরের এক বৃদ্ধকে স্কুটির পিছনে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল বেঙ্গালুরুতে। এই নিয়ে এই শহরে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল।