ফের মোদির জনসভায় ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা

- আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর সভায় ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টায় গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, গত ১৯শে জানুয়ারি মেট্রো রেলসহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের জন্য মুম্বাই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় বান্দ্রা-কুরলা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদির সমাবেশে এক যুবক নিজেকে সেনাবাহিনীর গার্ডস রেজিমেন্টের জওয়ান বলে পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করা হয় মুম্বাই পুলিশের তরফ থেকে। জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম রামেশ্বর মিশ্র। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর সভার জন্য যে কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি ছিল তা রীতিমতো এড়িয়ে গিয়ে অভিযুক্ত যুবক মূল গেট দিয়ে সভাস্থলে ঢোকার চেষ্টা চালায়। তখনই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকদের সন্দেহ হয় এবং তাঁকে আটক করে তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে। দীর্ঘক্ষণ জেরার পর পুলিশের কাছেও ভুয়ো পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়। আপাতত অভিযুক্তকে ২৪ শে জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।