ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে সকল দেশ!

- আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। সোমবার স্থানীয় সময়, ভোররাত ৪ টে ১৭ মিনিটে প্রথমবারের কেঁপে ওঠে তুরস্ক। সেইসময় গভীর নিদ্রায় ছিল তুরস্কবাসী। ভূমিকম্পের জেরে কেঁপে উঠে ছিল দক্ষিণ-পূর্বের বিস্তীর্ণ অংশ। চোখের নিমেষে ধুলোয় মিশে যায় একের পর এক বহুতল। হাইওয়েতে দেখা যায় চওড়া ফাটল।
তুরস্কে সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা পেরিয়েছে। এরই মধ্যে সিরিয়া ও তুরস্ক- দুই দেশ মিলে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজার ছাড়িয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে শোকাহত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। যেসব দেশ, সংস্থা ও সংগঠন তুরস্ককে সহায়তা দিচ্ছে তারা হল:
১ ভারত: ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানের মাধ্যমে ত্রাণসামগ্রীর প্রথম চালান ইতিমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম চালানের মধ্যে রয়েছে একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল, অত্যন্ত দক্ষ কুকুর দল, চিকিৎসা সরবরাহ, উন্নত ড্রিলিং সরঞ্জাম এবং ত্রাণ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়াও ভারত থেকে এনডিআরএফ-র ১০০ জন সদস্যের একটি দল তুরস্কে পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য।
২ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু): জাতিসংঘের সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিকম্পে গুরুতর আহতদের চিকিৎসাসেবা দিতে জরুরি স্বাস্থ্যসেবা উপকরণসহ ডব্লিউএইচওর একটি চিকিৎসক দল ইতিমধ্যে গঠন করা হয়েছে। তুরস্ক-সিরিয়ার যেসব এলাকায় গুরুতর আহতের সংখ্যা বেশি, সেসব এলাকায় চিকিৎসা সেবা দেবে ডব্লিউএইচওর দলটি।
৩ চিন:ভূমিকম্প সংঘটিত হওয়ার পর সোমবারই চিনা প্রেসিডেন্ট শি জিন পিং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। চিনের তরফ থেকে দেশ দুটিতে সহায়তা দেয়ার জন্য আলোচনা চলছে।
৪ ইউক্রেন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটে বলেছেন, ‘দুর্যোগের পরিণতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’
৫ জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, জাতিসংঘের কর্মীরা পরিস্থিতি মূল্যায়ন করতে এবং সাহায্য করতে তুর্কি ও সিরিয়ার মাটিতে রয়েছেন।
৬ যুক্তরাজ্য:যুক্তরাজ্য জানিয়েছে, তারা একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং একটি জরুরি মেডিক্যাল টিম তুরস্কে পাঠাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে তুরস্কে ৭৬ জনের একটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল, চারটি অনুসন্ধান কুকুর এবং প্রয়োজনীয় সংখ্যক উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে।
https://twitter.com/SyriaCivilDefe/status/1622687420134170624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1622687420134170624%7Ctwgr%5E8331fa8842244838da5a675c5192c86048d958dd%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fworld%2Fturkey-earthquake-live-updates-syria-deaths-injuries-buildings-collapsed-8426271%2F
৭ তাইওয়ান:তাইওয়ান ভূমিকম্প কবলিতদের সহায়তায় ২ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উপরন্তু, স্বায়ত্তশাসিত দ্বীপ দেশটি ৪০ সদস্যের উদ্ধারকারী দল তুরস্কের যাবে।
৮ ডক্টরস উইদাউট বর্ডার :চিকিৎসকদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ডক্টরস উইদাউট বর্ডার তুরস্ক এবং সিরিয়ায় এরই মধ্যে কাজ শুরু করেছে।
৯ গ্রিস:তুরস্কের নিকট প্রতিবেশী গ্রিস। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস দ্রুত উদ্ধারকর্মীদের দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। ২১ জন ফায়ারফাইটার, দুটি সার্চ অ্যান্ড রেসকিউ কুকুর এবং বেশ কয়েকটি উদ্ধারকারী যান এরই মধ্যে তুরস্কে পৌঁছেছে।
১০ ইউরোপীয় ইউনিয়ন:ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ডজনখানেক উদ্ধারকারী দল এরই মধ্যে তুরস্কে পৌঁছেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন বলেছেন, ‘সোমবার আঘাত হানা মারাত্মক ভূমিকম্পের পরে আমরা তুর্কি এবং সিরিয়ার জনগণের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে শোক প্রকাশ করছি।’
১১ জার্মানি:তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, জার্মানির ফেডারেল এজেন্সি ফর টেকনিক্যাল রিলিফ তুরস্কে প্রাথকিমভাবে স্বেচ্ছাসেবী পাঠিয়ে সহায়তা দেবে। তারা দেশটিতে আশ্রয়হীনদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র তৈরি করবে। এছাড়া ১১ লাখ ডলার দেবে সিরিয়ায় সহায়তা দেয়ার জন্য।
১২ জাপান:জাপান ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। ইরান ও ইতালি ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছে এবং সহায়তার প্রস্তাব দিয়েছে।
১৩ ন্যাটো:ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ টুইট করেছেন, ‘আমি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। ন্যাটো মিত্ররা এখন সহায়তা পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।’
১৪ ইসরাইল:সিরিয়ার সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ পাওয়ার পর ভূমিকম্পবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে সিরিয়ার কর্মকর্তারা এ খবর অস্বীকার করেছেন।
১৫ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি):এনআরসি-র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক কারস্টেন হ্যানসেন বলেছেন, ‘এনআরসি সিরিয়াজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সরাসরি সহায়তা দেওয়ার পরিস্থিতি মূল্যায়ন করছে। সেখানে ব্যাপক বড় সহায়তা প্রয়োজন এবং আমাদের সংস্থা এই সহায়তা প্রচেষ্টার অংশ হবে।’
#WATCH | The first batch of earthquake relief material from India that left for Turkey, from Hindon Airbase in Ghaziabad earlier this morning, arrives in Adana. #TurkeyEarthquake pic.twitter.com/ptLFUbDMjF
— ANI (@ANI) February 7, 2023
১৬ রাশিয়া:ক্রেমলিন জানিয়েছে, ‘ভূমিকম্পের পর দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয় থেকে উদ্ধারকারী দল সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। বাশার আল-আসাদ কৃতজ্ঞতার সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করেছেন। একই পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্কের জন্যও। দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন তাত্ক্ষণিক ও আন্তরিক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এরদোগান বলেছেন, তিনি রাশিয়ান উদ্ধারকারীদের সাহায্য গ্রহণ করতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
১৭পোল্যান্ড:দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিজুস কামিনস্কি বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকায় তারা ৭৬ জন ফায়ারফাইটার এবং ৮টি প্রশিক্ষিত কুকুর পাঠাবেন।
১৮ কাতার:কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ফোন করে সহানুভূতি ব্যক্ত করেছেন। তামিম বিন হামাদ আল-থানি ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রশমনের ভ্রাতৃপ্রতিম তুরস্কের জন্য কাতারের পক্ষ সংহতির প্রস্তাব দিয়েছেন।
১৯ স্পেন: স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধারকারী দলগুলোকে অবিলম্বে তুরস্কে পাঠানোর জন্য একযোগে কাজ করছে।
A huge plume of smoke from a blaze in the port of Iskanderun in southern Turkey in the aftermath of Monday’s earthquake. pic.twitter.com/LlVhqTEPKj
— Will Christou (@will_christou) February 7, 2023