আতঙ্ক বাড়িয়ে কেঁপে উঠল ফিলিস্তিন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪

- আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্কঃ আতঙ্ক বাড়িয়ে তুরস্ক, সিরিয়ার পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিস্তিন। আজ বুধবার জেরুজালেমে মৃদু ভূমিকম্প হয়েছে পশ্চিম তীরের জেরুজালেমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। হোম ফ্রন্ট কমান্ডের তরফে জানানো হয়েছে, স্থানীয়রা সুরক্ষিত আছে। জ্বালানি মন্ত্রণালয়ের সিসমোলজি বিভাগ জেরুজালেমের কাছে এই মৃদু ভূমিকম্পের খবরটি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১১.১৪ নাগাদ এই কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। কম্পনের উৎস ছিল পশ্চিম তীরের ১৫ কিলোমিটার (৯ মাইল) দক্ষিণ-পূর্বে। জেরুজালেম, বেইট শেমেশ এবং মেভাসেরেট জিওন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড বলেছে স্থানীয় বাসিন্দারা নিরাপদে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইসরায়েলি অবকাঠামো একটি বড় ভূমিকম্পের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। তুরস্কের ভয়াল ভূমিকম্পের পরে বিশেষজ্ঞদের এই সতর্কবার্তা আতঙ্ক বাড়িয়ে তুলছে।