হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুক্রবার

- আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্ক: আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের শেয়ার কেলেঙ্কারির অভিযোগের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের আর্জির শুনানি শুক্রবার করতে রাজি হয়েছে দেশের শীর্ষ আদালত। আইনজীবী বিশাল তেওয়ারি আর্জির শীঘ্রই শুনানির আবেদন জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। এই বেঞ্চে রয়েছেন আরও দু’জন বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা। আইনজীবী তেওয়ারি বেঞ্চকে বলেন, এই মামলার সব আর্জিগুলির শুনানি যদি একসঙ্গে ১০ ফেব্রুয়ারি করা হয় তাহলে ভালো হয়।
কারণ হিন্ডেনবার্গ সংস্থার রিপোর্ট আসার পর দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে এবং শেয়ার বাজার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তখন এতে সম্মতি জানান প্রধান বিচারপতি। কর্পোরেট সংস্থাকে ৫০০ কোটি টাকার উপর ঋণ দেওয়ার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার দাবি জানান তেওয়ারি। কোনও কর্পোরেট সংস্থাকে ঋণ দিতে গেলে সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি তাঁর আর্জিতে আবেদন করেছেন, হিন্ডেনবার্গ সংস্থা তাদের রিপোর্টে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার তদন্ত করা হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে।
হিন্ডেনবার্গ তাদের রিপোর্টে অভিযোগ করেছিল, আদানি শিল্পগোষ্ঠী তাদের সংস্থার শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে। আদানিরা তাদের অ্যাকাউন্টে জালিয়াতিও করেছে বলে অভিযোগ করেছে হিন্ডেনবার্গ সংস্থা। অপর একটি মামলা দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা। তিনি তাঁর আর্জিতে বলেছেন, হিন্ডেনবার্গ সংস্থা একটি ‘শর্ট সেলিং’ কোম্পানি যার কাজ শেয়ারের দাম বাজারে পড়ে গেলে সেটা দাম বাড়ার পর বিক্রি করে লাভ ঘরে তোলা। এটা এক ধরনের জালিয়াতির কারবার। এই ‘জালিয়াতি’র ব্যবসার জন্য কোটি কোটি সাধারণ মানুষ শেয়ার বাজারে লগ্নি করে পথে বসেছেন।