২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২৮ হাজার ছাড়াল মৃত্যু, বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগ গ্রেফতার ৫০

ইমামা খাতুন
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত দুই দেশ মিলে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তবু স্বজনদের ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অনেকে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। তবে নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বন্দুক।

একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরো খারাপ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে একটি অপরিচিত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে স্থানীয় সময় শনিবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান অভিযান স্থগিত করেছে জার্মান উদ্ধারকারীরা এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী।

যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান  বলেছেন, যে কেউ আইন ভঙ্গ করলে তিনি জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।

তুর্কি কর্তৃপক্ষ পরিস্থিতি নিরাপদ মনে করার সঙ্গে সঙ্গে জার্মান উদ্ধারকারী দলগুলো আবার কাজ শুরু করবে বলে জানা গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮ হাজার ছাড়াল মৃত্যু, বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগ গ্রেফতার ৫০

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত দুই দেশ মিলে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তবু স্বজনদের ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অনেকে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। তবে নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বন্দুক।

একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরো খারাপ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে একটি অপরিচিত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে স্থানীয় সময় শনিবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান অভিযান স্থগিত করেছে জার্মান উদ্ধারকারীরা এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী।

যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান  বলেছেন, যে কেউ আইন ভঙ্গ করলে তিনি জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।

তুর্কি কর্তৃপক্ষ পরিস্থিতি নিরাপদ মনে করার সঙ্গে সঙ্গে জার্মান উদ্ধারকারী দলগুলো আবার কাজ শুরু করবে বলে জানা গেছে।