২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র মাজার শরীফ  উরুস উৎসব ও মেলা নিয়ে উচ্চ পর্যায়ের  বৈঠক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 3

 

 

 

কৌশিক সালুই বীরভূম:- পাথুরচাপুরীর  দাতা বাবা হজরত মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফ  উরুস উৎসব ও মেলা নিয়ে উচ্চ পর্যায়ের  বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার সিউড়িতে পুলিশ ও প্রশাসনের সমস্ত প্রয়োজনীয় বিভাগের আধিকারিকদের নিয়ে  মেলা কমিটির আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় দাস, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক হিমাদ্রি আড়ি সহ অন্যান্য অধিকারীকেরা।

আগামী ২৪ মার্চ  থেকে ৩১ শে মার্চ পর্যন্ত  পাথরচাপুরি মেলা এবং দাতা বাবার উরুশ উৎসব হচ্ছে। এই নিয়ে এদিন জেলা প্রশাসন, পুলিশ ও মেলা কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পানীয় এবং ব্যবহারের জল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। যেহেতু বিগত বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি তাই পাথরচাপরি এলাকার সিংহভাগ পুকুরের জল শুকিয়ে আসছে। মেলায় আগত পূর্ণার্থীরা  যাতে স্নানের জলের জন্য কোনোভাবেই অসুবিধায় না পড়েন তার জন্য সংশ্লিষ্ট পুকুর গুলিতে জল ভরার ব্যবস্থা করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে সেই জল সরবরাহ করা হতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

 

পানীয় জলের জন্য পাইপ লাইনের মাধ্যমেই জল এর ব্যবস্থা করা হবে। এলাকার সৌন্দর্যায়নের জন্য আলোকসজ্জা বিগত বছরের থেকেও এ বছর বেশি করা হবে। মাজার কমিটির পক্ষ থেকে যে লঙ্গরখানা থাকে তার পরিষেবা আরো উন্নত করা হবে।

 

জেলা পরিষদের পক্ষ থেকে শৌচালয় এবং এলাকার পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিষয়টি দেখা হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ ক্যাম্পের পাশাপাশি পর্যাপ্ত এম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হবে। মেলা চলাকালীন যাতে কোনভাবে বিদ্যুৎ বিভ্রাট না হয় তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেলার নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা করা হবে। অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দমকল বাহিনীর পক্ষ থেকে রাখা হবে। এছাড়াও মেলাতে টাকা লেনদেনের জন্য অস্থায়ী এটিএম মেশিন বসানো হবে।

দাতা বাবা হজরত মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফ  উরুস  উৎসব উপলক্ষে জেলা ছাড়িয়ে, রাজ্য ,ভিন্ন রাজ্য তথা বিদেশ থেকেও ফি বছর 30 থেকে 40 লক্ষ মানুষের জমায়েত  হয় মেলাতে।

 

প্রশাসন ও মজার কমিটির অনুমান হয়তো এবার ও অন্যথা হবে না । অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সুপ্রিয় দাস বলেন,”  আগত পুণ্যার্থী যাতে কোনো রকম অসুবিধা নাই তার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। মেলার প্রস্তুতি হিসাবে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে”।।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র মাজার শরীফ  উরুস উৎসব ও মেলা নিয়ে উচ্চ পর্যায়ের  বৈঠক

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

 

 

 

কৌশিক সালুই বীরভূম:- পাথুরচাপুরীর  দাতা বাবা হজরত মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফ  উরুস উৎসব ও মেলা নিয়ে উচ্চ পর্যায়ের  বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার সিউড়িতে পুলিশ ও প্রশাসনের সমস্ত প্রয়োজনীয় বিভাগের আধিকারিকদের নিয়ে  মেলা কমিটির আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় দাস, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক হিমাদ্রি আড়ি সহ অন্যান্য অধিকারীকেরা।

আগামী ২৪ মার্চ  থেকে ৩১ শে মার্চ পর্যন্ত  পাথরচাপুরি মেলা এবং দাতা বাবার উরুশ উৎসব হচ্ছে। এই নিয়ে এদিন জেলা প্রশাসন, পুলিশ ও মেলা কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পানীয় এবং ব্যবহারের জল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। যেহেতু বিগত বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি তাই পাথরচাপরি এলাকার সিংহভাগ পুকুরের জল শুকিয়ে আসছে। মেলায় আগত পূর্ণার্থীরা  যাতে স্নানের জলের জন্য কোনোভাবেই অসুবিধায় না পড়েন তার জন্য সংশ্লিষ্ট পুকুর গুলিতে জল ভরার ব্যবস্থা করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে সেই জল সরবরাহ করা হতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

 

পানীয় জলের জন্য পাইপ লাইনের মাধ্যমেই জল এর ব্যবস্থা করা হবে। এলাকার সৌন্দর্যায়নের জন্য আলোকসজ্জা বিগত বছরের থেকেও এ বছর বেশি করা হবে। মাজার কমিটির পক্ষ থেকে যে লঙ্গরখানা থাকে তার পরিষেবা আরো উন্নত করা হবে।

 

জেলা পরিষদের পক্ষ থেকে শৌচালয় এবং এলাকার পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিষয়টি দেখা হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ ক্যাম্পের পাশাপাশি পর্যাপ্ত এম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হবে। মেলা চলাকালীন যাতে কোনভাবে বিদ্যুৎ বিভ্রাট না হয় তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেলার নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা করা হবে। অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দমকল বাহিনীর পক্ষ থেকে রাখা হবে। এছাড়াও মেলাতে টাকা লেনদেনের জন্য অস্থায়ী এটিএম মেশিন বসানো হবে।

দাতা বাবা হজরত মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফ  উরুস  উৎসব উপলক্ষে জেলা ছাড়িয়ে, রাজ্য ,ভিন্ন রাজ্য তথা বিদেশ থেকেও ফি বছর 30 থেকে 40 লক্ষ মানুষের জমায়েত  হয় মেলাতে।

 

প্রশাসন ও মজার কমিটির অনুমান হয়তো এবার ও অন্যথা হবে না । অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সুপ্রিয় দাস বলেন,”  আগত পুণ্যার্থী যাতে কোনো রকম অসুবিধা নাই তার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। মেলার প্রস্তুতি হিসাবে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে”।।