২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ৫০ শতাংশ সংরক্ষণ পাবে সংখ্যালঘু, তফশিলি জাতি-উপজাতি সহ অন্যান্যরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কংগ্রেস তার পূর্ণাঙ্গ অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি), মহিলা, যুবক এবং সংখ্যালঘুদের ৫০ শতাংশ সংরক্ষণের জন্য তার সংবিধান সংশোধন করেছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্যের সংখ্যা ২৫ থেকে বেড়ে ৩৫ হয়েছে। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, এখন থেকে দলটির শুধু ডিজিটাল সদস্যপদ ও রেকর্ড থাকবে।

প্রসঙ্গত, এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তপশিলি জাতি-উপজাতিদের জন্য কোনও সংরক্ষণ ছিল না। এবার ভোটের কথা মাথায় রেখেই এই সংরক্ষণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

শুক্রবার কংগ্রেসের শুরু হওয়া এই অধিবেশনে প্রায় দেড় হাজারের বেশি সদস্য এবারে অংশগ্রহণ করেছেন। আগামী বছর লোকসভা ভোট। তার আগে কংগ্রেসের এই পূর্ণাঙ্গ অধিবেশন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই অধিবেশনে ওয়ার্কিং কমিটির সদস্যদের আচরণবিধি ঠিক করা হয়েছে। এই নয়াবিধিতে কমিটির সদস্যদের শ্রমজীবী , বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে থাকার কথা উল্লেখ করা হয়েছে ।

সেই সঙ্গে সামাজিক ন্যায়বিচার ও সম্প্রীতি রক্ষার ব্যাপারে সদস্যদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সদস্যরা যাতে দুর্নীতে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ৫০ শতাংশ সংরক্ষণ পাবে সংখ্যালঘু, তফশিলি জাতি-উপজাতি সহ অন্যান্যরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কংগ্রেস তার পূর্ণাঙ্গ অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি), মহিলা, যুবক এবং সংখ্যালঘুদের ৫০ শতাংশ সংরক্ষণের জন্য তার সংবিধান সংশোধন করেছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্যের সংখ্যা ২৫ থেকে বেড়ে ৩৫ হয়েছে। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, এখন থেকে দলটির শুধু ডিজিটাল সদস্যপদ ও রেকর্ড থাকবে।

প্রসঙ্গত, এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তপশিলি জাতি-উপজাতিদের জন্য কোনও সংরক্ষণ ছিল না। এবার ভোটের কথা মাথায় রেখেই এই সংরক্ষণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

শুক্রবার কংগ্রেসের শুরু হওয়া এই অধিবেশনে প্রায় দেড় হাজারের বেশি সদস্য এবারে অংশগ্রহণ করেছেন। আগামী বছর লোকসভা ভোট। তার আগে কংগ্রেসের এই পূর্ণাঙ্গ অধিবেশন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই অধিবেশনে ওয়ার্কিং কমিটির সদস্যদের আচরণবিধি ঠিক করা হয়েছে। এই নয়াবিধিতে কমিটির সদস্যদের শ্রমজীবী , বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে থাকার কথা উল্লেখ করা হয়েছে ।

সেই সঙ্গে সামাজিক ন্যায়বিচার ও সম্প্রীতি রক্ষার ব্যাপারে সদস্যদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সদস্যরা যাতে দুর্নীতে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।