২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রিনেমিং কমিশন গঠনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিজেপি নেতাকে তীব্র  ভর্ৎসনা বিচারপতি বেঞ্চের

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ‘নাম বদল কমিশন’ গঠনের আবেদন  খারিজ করল সুপ্রিম কোর্ট। দেশের প্রাচীন ঐতিহাসিক, ধর্মীয় স্থানের ‘আসল নাম’ খুঁজে বের করার জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়।

এদিন শুনানি করতে গিয়ে বিচারপতি কেএম  জোসেফ ও বিভি নাগরত্নার জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন  তোলেন। অশ্বিনী উপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতির বেঞ্চ জানায়, ‘আপনি কি দেশকে উত্তপ্ত করে তুলতে চান?’ অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে।

ঘটনাপ্রসঙ্গে, বিচারপতি কেএম জোসেফ বলেন, ‘‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু একটি ধর্ম নয়। এটি একটি জীবনধারা। হিন্দুধর্ম একটি জীবনের বিধান। এই ধর্মে কোনও গোঁড়ামির কোনও স্থান নেই।

দেশের একাধিক শহর এবং ঐতিহাসিক স্থানের নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই ওই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। শহর এবং ঐতিহাসিক স্থানের ‘আসল নাম’ খুঁজে বার করা হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এমন দাবিই করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এ জন্য একটি ‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই বিজেপি নেতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিনেমিং কমিশন গঠনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিজেপি নেতাকে তীব্র  ভর্ৎসনা বিচারপতি বেঞ্চের

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ‘নাম বদল কমিশন’ গঠনের আবেদন  খারিজ করল সুপ্রিম কোর্ট। দেশের প্রাচীন ঐতিহাসিক, ধর্মীয় স্থানের ‘আসল নাম’ খুঁজে বের করার জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়।

এদিন শুনানি করতে গিয়ে বিচারপতি কেএম  জোসেফ ও বিভি নাগরত্নার জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন  তোলেন। অশ্বিনী উপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতির বেঞ্চ জানায়, ‘আপনি কি দেশকে উত্তপ্ত করে তুলতে চান?’ অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে।

ঘটনাপ্রসঙ্গে, বিচারপতি কেএম জোসেফ বলেন, ‘‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু একটি ধর্ম নয়। এটি একটি জীবনধারা। হিন্দুধর্ম একটি জীবনের বিধান। এই ধর্মে কোনও গোঁড়ামির কোনও স্থান নেই।

দেশের একাধিক শহর এবং ঐতিহাসিক স্থানের নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই ওই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। শহর এবং ঐতিহাসিক স্থানের ‘আসল নাম’ খুঁজে বার করা হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এমন দাবিই করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এ জন্য একটি ‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই বিজেপি নেতা।