২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক:  মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের নেফিউ রিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই শপথ নিলেন রিও। তাঁকে এদিন শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপ মুখমন্ত্রী হিসেবে শপথ নেন টি আর জেলিয়াং এবং ওয়াই প্যাটন। সালহউতুয়োনুয়ো ক্রুসে নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হলেন।

পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে বসলেন এনডিপিপি প্রধান নেফিউ রিও। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

এদিকে নাগাল্যান্ড এবারও বিরোধীশূন্য বিধানসভা দেখতে চলেছে। এমনকী এনডিপি-বিজেপি জোটকে সমর্থন জানাচ্ছে শরদ পাওয়ারের এনসিপি। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিরোধী শূন্য বিধানসভা দেখতে চলেছে নাগাল্যান্ড।

অন্যদিকে আগামী ৮ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি। গত বছর বিপ্লব দেবকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়। পেশায় চিকিৎসক মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকেই এবারেও জিতেছেন তিনি। এবার ত্রিপুরায় বিজেপি জিতেছে ৩২টি আসনে। গেরুয়া শিবিরের জোটসঙ্গী IPFT জিতেছে একটি আসনে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের

আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের নেফিউ রিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই শপথ নিলেন রিও। তাঁকে এদিন শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপ মুখমন্ত্রী হিসেবে শপথ নেন টি আর জেলিয়াং এবং ওয়াই প্যাটন। সালহউতুয়োনুয়ো ক্রুসে নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হলেন।

পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে বসলেন এনডিপিপি প্রধান নেফিউ রিও। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

এদিকে নাগাল্যান্ড এবারও বিরোধীশূন্য বিধানসভা দেখতে চলেছে। এমনকী এনডিপি-বিজেপি জোটকে সমর্থন জানাচ্ছে শরদ পাওয়ারের এনসিপি। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিরোধী শূন্য বিধানসভা দেখতে চলেছে নাগাল্যান্ড।

অন্যদিকে আগামী ৮ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি। গত বছর বিপ্লব দেবকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়। পেশায় চিকিৎসক মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকেই এবারেও জিতেছেন তিনি। এবার ত্রিপুরায় বিজেপি জিতেছে ৩২টি আসনে। গেরুয়া শিবিরের জোটসঙ্গী IPFT জিতেছে একটি আসনে।