১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার
  • / 6

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগরঃ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নেপালে আয়োজিত ৩১ তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায়-এ অংশগ্রহণ করতে রওনা দিলেন জয়নগর মজিলপুরের ব্যায়ামবিদ তপন বিশ্বাস। তার এই যাএার সাফল্য কামনা করলেন জয়নগর মজিলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ গোটা জয়নগরবাসী।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

৩১ তম জাতীয় অসমশক্তি উওোলন ২০২২-এর প্রতিযোগিতা শুরু হচ্ছে নেপালের কাঠমান্ডু শহরে আগামী ১০ মার্চ থেকে ১৩ মার্চ। এই প্রতিযোগিতার পাওয়ার লিফটিং এ ভারতের হয়ে অংশ নিতে তপন বিশ্বাসের যাত্রা।

দীর্ঘ ৩৫ বছর ধরে জয়নগর মজিলপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের গহেরপুর বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত ব্যায়ামচর্চা করে চলেছেন প্রতিদিন। গরিব ঘরের সন্তান হয়ে সামান্য জমিতে চাষাবাদকে সামনে রেখে নিজের জেদ ও অদম্য ইচ্ছায় আজ সফল একজন ব্যায়ামবীর তিনি।

 

জয়নগর মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রাঁধুনির কাজ করে অতিকষ্টে দিন গুজরান তাঁর। তাঁর দুটি মেয়ে ও স্ত্রী আছে। মেয়ে দুজনের বিবাহ দিয়েছেন এই চরম দারিদ্রতার মধ্যেও। কিন্তু এত কিছুর মধ্যে ও ভেঙে পড়েননি তিনি। চালিয়ে যাচ্ছেন তাঁর সাধনার কাজ।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

ইতিমধ্যে রাজ্য স্তরে পাওয়ার লিফটিং এ ১২ বার প্রথম স্থানে ও ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৮ সালের ২২ এপ্রিল তিনি জাতীয় চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে কলকাতার বেলেঘাটা তরুণ সংঘের হওয়া রাজ্য স্তরের প্রতিযোগিতায় ২য় এবং জয়নগরে ১৯৯৮ সাল ও ২০০০ সালে হওয়া রাজ্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুরগাঁও শহরের বাদশাপুরে হওয়া জাতীয় বেঞ্চপ্রেস প্রতিযোগিতায় ৮০ কেজি ওজন তুলে জাতীয় চ্যাম্পিয়ন হন। রাজস্থানেও গিয়েছিলেন।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

তাঁর এই সাফল্যের পেছনে তাঁর ক্লাব গহেরপুর বিবেকানন্দ সমিতিও এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন জয়নগর মজিলপুর পুরসভা সহ এলাকার বহু সাধারণ মানুষ। সবাই চায় তাঁর এই প্রতিভা দেশের বাইরে ও ছড়িয়ে পড়ুক।

জয়নগর মজিলপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের এক চিলতে ভাঙা ঘরে দাঁড়িয়ে নেপালে যাওয়ার ঠিক আগে বুধবার তিনি জানালেন তাঁর এই কাজের পাওয়া না পাওয়া সহ একাধিক বিষয়। জয়নগরের মানুষের আশা তপন বিশ্বাসের এই স্বপ্ন পূরণ হোক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগরঃ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নেপালে আয়োজিত ৩১ তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায়-এ অংশগ্রহণ করতে রওনা দিলেন জয়নগর মজিলপুরের ব্যায়ামবিদ তপন বিশ্বাস। তার এই যাএার সাফল্য কামনা করলেন জয়নগর মজিলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ গোটা জয়নগরবাসী।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

৩১ তম জাতীয় অসমশক্তি উওোলন ২০২২-এর প্রতিযোগিতা শুরু হচ্ছে নেপালের কাঠমান্ডু শহরে আগামী ১০ মার্চ থেকে ১৩ মার্চ। এই প্রতিযোগিতার পাওয়ার লিফটিং এ ভারতের হয়ে অংশ নিতে তপন বিশ্বাসের যাত্রা।

দীর্ঘ ৩৫ বছর ধরে জয়নগর মজিলপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের গহেরপুর বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত ব্যায়ামচর্চা করে চলেছেন প্রতিদিন। গরিব ঘরের সন্তান হয়ে সামান্য জমিতে চাষাবাদকে সামনে রেখে নিজের জেদ ও অদম্য ইচ্ছায় আজ সফল একজন ব্যায়ামবীর তিনি।

 

জয়নগর মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রাঁধুনির কাজ করে অতিকষ্টে দিন গুজরান তাঁর। তাঁর দুটি মেয়ে ও স্ত্রী আছে। মেয়ে দুজনের বিবাহ দিয়েছেন এই চরম দারিদ্রতার মধ্যেও। কিন্তু এত কিছুর মধ্যে ও ভেঙে পড়েননি তিনি। চালিয়ে যাচ্ছেন তাঁর সাধনার কাজ।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

ইতিমধ্যে রাজ্য স্তরে পাওয়ার লিফটিং এ ১২ বার প্রথম স্থানে ও ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৮ সালের ২২ এপ্রিল তিনি জাতীয় চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে কলকাতার বেলেঘাটা তরুণ সংঘের হওয়া রাজ্য স্তরের প্রতিযোগিতায় ২য় এবং জয়নগরে ১৯৯৮ সাল ও ২০০০ সালে হওয়া রাজ্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুরগাঁও শহরের বাদশাপুরে হওয়া জাতীয় বেঞ্চপ্রেস প্রতিযোগিতায় ৮০ কেজি ওজন তুলে জাতীয় চ্যাম্পিয়ন হন। রাজস্থানেও গিয়েছিলেন।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে নেপালে পাড়ি মজিলপুরের তপন বিশ্বাসের

তাঁর এই সাফল্যের পেছনে তাঁর ক্লাব গহেরপুর বিবেকানন্দ সমিতিও এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন জয়নগর মজিলপুর পুরসভা সহ এলাকার বহু সাধারণ মানুষ। সবাই চায় তাঁর এই প্রতিভা দেশের বাইরে ও ছড়িয়ে পড়ুক।

জয়নগর মজিলপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের এক চিলতে ভাঙা ঘরে দাঁড়িয়ে নেপালে যাওয়ার ঠিক আগে বুধবার তিনি জানালেন তাঁর এই কাজের পাওয়া না পাওয়া সহ একাধিক বিষয়। জয়নগরের মানুষের আশা তপন বিশ্বাসের এই স্বপ্ন পূরণ হোক।