চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর গায়ে মূত্রত্যাগ টিটির, ঘটনায় চাঞ্চল্য কলকাতাগামী ট্রেনে
ইমামা খাতুন
- আপডেট :
১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: এবার প্রস্রাবকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতায়। তবে এবার কোনও বিমানে নয়, চলন্ত ট্রেনে ঘুমন্ত মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল টিটি’র বিরুদ্ধে। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে অমৃতসর-কলকাতা গামী ট্রেনে। সোমবার এই ঘটনাটি ঘটেছে অকাল তক্ত এক্সপ্রেসে। জানা গিয়েছে, অভিযুক্ত টিটি মদ্যপ অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই বিহারের বাসিন্দা মুন্না কুমার নামে ওই টিটিকে জিআরপি-এর হাতে তুলে দিয়েছেন নির্যাতিতা।
জানা গিয়েছে, রাজেশ নামে অমৃতসরের এক বাসিন্দা সস্ত্রীক ওই ট্রেনে উঠেছিলেন। তাঁদের কামরায় ওই অভিযুক্ত টিটি প্রবেশ করেন এবং ঘুমিয়ে থাকে রাজেশের স্ত্রীর মাথায় প্রস্রাব করে দেন। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন ওই নির্যাতিতা। আশপাশের কামরার যাত্রীরাও চড়াও হয় ওই টিটি-র উপর। এরপর এমারজেন্সি চেন টানেন নির্যাতিতা।
চারবাগের রেলপুলিশের ইনস্পেক্টর নবরত্ন গৌতম জানান, রবিরাত মধ্যরাতে মহিলা তাঁর আসনে শুয়ে ছিলেন। সেই সময় তাঁর মাথায় প্রস্রাব করেন মত্ত টিকিট পরীক্ষক। অন্য যাত্রীরা অভিযুক্তকে তখনই ধরে ফেলেন। পরের দিন সকালে মহিলা ট্রেনের সতর্কতামূলক অ্যালার্ম বাজান। রেলপুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। তিনি ওই দিন সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল দেশজুড়ে। মত্ত অবস্থায় এক যাত্রী এক প্রৌঢ়া সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনায় অভিযুক্ত শংকর মিশ্রকে গ্রেফতার করা হয়। এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।