পবিত্র কাবার আদলে সোনার বার ব্রিটেনে

- আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: রমযান উপলক্ষ্যে পবিত্র কাবা শরিফের আদলে সোনার বার তৈরি করে তা বাজারে ছেড়েছে ব্রিটেন। রোযার মাসকে সামনে রেখে মুসলিম গ্রাহকদের জন্য বানানো হয়েছে বিশেষ এই সোনার বার। কাবার আদলে সোনার এই বার বানিয়েছে ব্রিটনের সবচেয়ে পুরানো মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল মিন্ট লিমিটেড। কাবার আদলে তৈরি একেকটি সোনার বারের ওজন ২০ গ্রাম। মুসলিম কাউন্সিল অব ওয়েলসের পরামর্শ নিয়েই এই বার প্রস্তুত করে রয়্যাল মিন্ট। এ বিষয়ে মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমদ বলেন, পবিত্র কাবাঘরের আদলে সোনার বার তৈরির কাজটি নিখুঁত ও দুর্দান্ত হয়েছে। এই সোনার বার বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাবে। গত ফেব্রুয়ারিতে বিশেষ এই সোনার বারটি লন্ডন, ম্যানচেস্টার ও গ্লাসগোর তিনটি অনুষ্ঠানে নিলামে তোলে ইসলামিক রিলিফ। নিলাম থেকে ওঠা ১০ হাজার ডলারেরও বেশি অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে পাঠানো হয়। বর্তমানে পবিত্র কাবার আদলে বানানো একেকটি সোনার বার বিক্রি হচ্ছে ১ হাজার ১৫৬ পাউন্ডে।