২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করোনাগ্রাফ উর্ধ্বমুখী! দেশে আক্রান্তের সংখ্যা ৮০০ পার, তিনরাজ্যে মৃত ৪

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু সেই সুখের সময় বেশি দিন স্থায়ী হল না। ফের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে হাজির করোনা ভাইরাস। এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০০ পার করেছে। ১২৬ দিন, অর্থাৎ চার মাস পর দেশে এই সংখ্যা ফের ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৪১ জন। সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি । গত তিন-চার দিন ধরে দৈনিক আক্রান্তের গ্রাফ কিছুটা উর্ধ্বমুখী। উদ্বিগ্ন কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মোট ৬টি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গানা, তামিনাড়ু, কেরল, কর্নাটক। এছাড়াও কেন্দ্রশাসিত রাজ্যগুলিকেও সচেতন নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছিল দৈনিক আক্রান্ত ছিল ৭৯৬, তার আগের দিন ছিল ৭৫৪। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯৪ হাজার ৩৪৯। কোভিডের সংখ্যা বাড়ার সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে এক জন এবং কেরলে ২ জনের মৃত্যু হয়েছে।
কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, তামিনাড়ুতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে তা অনেকটাই কম। ওড়িশা, ছত্তিশগড়, বিহারেও আক্রান্তের সংখ্যা খুবই কম। তবে দিল্লি ও গুজরাতে ৫০ ছাড়িয়েছে দৈনিক আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে সুস্থতার হার ৯৮ শতাংশেরও বেশি। ৪.৪৬ কোটি আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪.৪১ কোটি। তবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনাগ্রাফ উর্ধ্বমুখী! দেশে আক্রান্তের সংখ্যা ৮০০ পার, তিনরাজ্যে মৃত ৪

আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু সেই সুখের সময় বেশি দিন স্থায়ী হল না। ফের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে হাজির করোনা ভাইরাস। এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০০ পার করেছে। ১২৬ দিন, অর্থাৎ চার মাস পর দেশে এই সংখ্যা ফের ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৪১ জন। সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি । গত তিন-চার দিন ধরে দৈনিক আক্রান্তের গ্রাফ কিছুটা উর্ধ্বমুখী। উদ্বিগ্ন কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মোট ৬টি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গানা, তামিনাড়ু, কেরল, কর্নাটক। এছাড়াও কেন্দ্রশাসিত রাজ্যগুলিকেও সচেতন নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছিল দৈনিক আক্রান্ত ছিল ৭৯৬, তার আগের দিন ছিল ৭৫৪। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮৯।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৯৪ হাজার ৩৪৯। কোভিডের সংখ্যা বাড়ার সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে এক জন এবং কেরলে ২ জনের মৃত্যু হয়েছে।
কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, তামিনাড়ুতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে তা অনেকটাই কম। ওড়িশা, ছত্তিশগড়, বিহারেও আক্রান্তের সংখ্যা খুবই কম। তবে দিল্লি ও গুজরাতে ৫০ ছাড়িয়েছে দৈনিক আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে সুস্থতার হার ৯৮ শতাংশেরও বেশি। ৪.৪৬ কোটি আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪.৪১ কোটি। তবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।