রমযানে রেশনে বাড়তি সামগ্রী পাবেন সংখ্যালঘুরা
ইমামা খাতুন
- আপডেট :
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: রাত পোহালেই শুরু রোযা। সেই উপলক্ষে রাজ্য খাদ্য দফতরের তরফে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ। প্রত্যেক বছরের মতো এ বছরও সংখ্যালঘুদের রেশনে দেওয়া হবে বাড়তি সামগ্রী। রমযান মাসজুড়ে রেশনে এই সামগ্রী পাবেন তাঁরা। তবে তার জন্য বরাদ্দ রেশনে কোনও কাটছাঁট হবে না বলেই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমযান মাস। চলবে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত। গোটা এক মাস রোযার কথা মাথায় রেখে রেশনে বাড়তি সামগ্রী পাবেন সংখ্যালঘুরা। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ‘যাঁরা এনএফএসএ তালিকাভুক্ত তাঁরা ফেস্টিভ প্যাকেজ পাবেন। রমযান উপলক্ষে তেল, ময়দা ও ছোলা দেওয়া হবে। রমযান মাসজুড়েই চলবে এই অতিরিক্ত রেশনসামগ্রী বিলি।’
তবে শুধুমাত্র রেশনের ক্ষেত্রেই নয়, গোটা রমযান মাসে বিশেষ সুবিধা পাবেন সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাও। আগে রমযান মাসে মুসলিমদের জন্য অফিস ছুটির সময় ছিল বিকেল ৪টে। ২০১১ সাল থেকে আরও আধঘণ্টা কমিয়ে সাড়ে ৩টের সময় মুসলিম কর্মীদের বাড়ি যাওয়ার অনুমতি প্রদান করে সরকার। এবারেও সেই সুযোগ মিলছে বলে জানা গিয়েছে। রমযান মাসে মুসলিম কর্মীরা যাতে জুম্মার নামায আদায় করতে পারেন, তার জন্য দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত অফিসের কাজ থেকে ছাড় দেওয়া হবে।