২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় ১ বছরে জনসংখ্যা বৃদ্ধি ১০ লক্ষ

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার জনসংখ্যা প্রথমবারের মতো এক বছরে ১০ লক্ষ বেড়েছে। দেশটির সরকার এমন তথ্য দিয়েছে। কানাডার সরকারি সংস্থা স্ট্যাটিসটিকস কানাডা বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১৩৮ থেকে ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। ১৯৫৭ সালের পর কানাডায় সর্বোচ্চ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে কানাডায় অভিবাসী বেশি যাচ্ছে। এ কারণে দেশটিতে জনসংখ্যা বাড়ছে। স্ট্যাটিসটিকস কানাডা আরও বলছে, দেশটিতে অভিবাসনের কারণে ৯৬ শতাংশ জনসংখ্যা বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিবাসীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। গত বছর দেশটির সরকার ২০২৫ সালের মধ্যে ৫০ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণ, আফগানিস্তানে সংকটে থাকা মানুষ, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরও স্বাগত জানিয়েছে কানাডার সরকার। ২০২২ সালে কানাডা ৪ লাখ ৩৭ হাজার অভিবাসীকে স্বাগত জানিয়েছে। দেশটিতে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৭৮২ জনে পৌঁছেছে। স্ট্যাটিসটিকস কানাডা বলছে, অভিবাসন প্রক্রিয়ার জন্য আবেদন রেকর্ড ছাড়িয়েছে। কানাডার সরকার বলছে, যদি দেশটিতে প্রতিবছর ২.৭ শতাংশ হারে জনসংখ্যা বাড়ে, তাহলে ২৬ বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডায় ১ বছরে জনসংখ্যা বৃদ্ধি ১০ লক্ষ

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার জনসংখ্যা প্রথমবারের মতো এক বছরে ১০ লক্ষ বেড়েছে। দেশটির সরকার এমন তথ্য দিয়েছে। কানাডার সরকারি সংস্থা স্ট্যাটিসটিকস কানাডা বলছে, দেশটির জনসংখ্যা এক বছরে ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১৩৮ থেকে ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। ১৯৫৭ সালের পর কানাডায় সর্বোচ্চ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭ শতাংশ চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ঘাটতি কমাতে কানাডায় অভিবাসী বেশি যাচ্ছে। এ কারণে দেশটিতে জনসংখ্যা বাড়ছে। স্ট্যাটিসটিকস কানাডা আরও বলছে, দেশটিতে অভিবাসনের কারণে ৯৬ শতাংশ জনসংখ্যা বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিবাসীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। গত বছর দেশটির সরকার ২০২৫ সালের মধ্যে ৫০ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণ, আফগানিস্তানে সংকটে থাকা মানুষ, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরও স্বাগত জানিয়েছে কানাডার সরকার। ২০২২ সালে কানাডা ৪ লাখ ৩৭ হাজার অভিবাসীকে স্বাগত জানিয়েছে। দেশটিতে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৭৮২ জনে পৌঁছেছে। স্ট্যাটিসটিকস কানাডা বলছে, অভিবাসন প্রক্রিয়ার জন্য আবেদন রেকর্ড ছাড়িয়েছে। কানাডার সরকার বলছে, যদি দেশটিতে প্রতিবছর ২.৭ শতাংশ হারে জনসংখ্যা বাড়ে, তাহলে ২৬ বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে।