‘দুয়ারে রেশন’ প্রকল্প মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 39
পারিজাত মোল্লা: সুপ্রিম কোর্টে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা সংক্রান্ত মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। তবে এদিন তা আবার পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি ১৬ আগস্ট’। অর্থাৎ প্রায় চার মাস পিছিয়ে গেল দুয়ারে রেশন মামলার শুনানি।
জানা গেছে, এতে হতাশ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। আরও জানা গেছে, রেশন ডিলাররা শুনানি এগিয়ে আনার আবেদন জানাবেন শীর্ষ আদালতে’।
প্রত্যন্ত এলাকায় রেশন পরিষেবা আরও সহজ করতে রাজ্য সরকার চালু করেছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। কিন্তু এই প্রকল্প আদৌ বৈধ কি না? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়। কলকাতা হাইকোর্ট সেই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছিল ১৪ এপ্রিল। তবে ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষে ছুটি। তাই ওইদিনের নির্ধারিত সমস্ত মামলার শুনানি এগিয়ে ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে শুনানি শুরু হতেই তাঁরা স্থগিত রাখেন। জানানো হয়, চারমাস স্থগিত মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৬ আগস্ট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স
অ্যাসোসিয়েশনের তরফে খবর, শুনানি এগিয়ে আনতে তারা আদালতে আবেদন করবেন।