২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 9

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিংহ বাদল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত সহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। শরীরের অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন প্রকাশ সিংহ বাদল। প্রবীণ এই রাজনৈতিক নেতাকে আইসিইউ-তে রেখেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হল না। মোহালির ফোর্টিস হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘প্রকাশ সিং বাদলের মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। দীর্ঘ কয়েক দশক ধরে ওনাকে খুব কাছ থেকে দেখেছি। অনেক কিছু শিখেছি’। তিনি আরও বলেন, বাদল ভারতীয় রাজনীতির একজন বিশাল ব্যক্তিত্ব এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক, যিনি আমাদের দেশের জন্য প্রচুর অবদান রেখেছিলেন। পাঁচবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রকাশ সিং বাদল। আমজনতার ক্ষোভের চরিত্র বোঝার দক্ষতার জন্য বিশেষ পরিচিত ছিলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিরোমণি অকালি দলের প্রাণপুরুষ প্রকাশ সিংহ বাদল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত সহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। শরীরের অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন প্রকাশ সিংহ বাদল। প্রবীণ এই রাজনৈতিক নেতাকে আইসিইউ-তে রেখেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হল না। মোহালির ফোর্টিস হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ সিং বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘প্রকাশ সিং বাদলের মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। দীর্ঘ কয়েক দশক ধরে ওনাকে খুব কাছ থেকে দেখেছি। অনেক কিছু শিখেছি’। তিনি আরও বলেন, বাদল ভারতীয় রাজনীতির একজন বিশাল ব্যক্তিত্ব এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক, যিনি আমাদের দেশের জন্য প্রচুর অবদান রেখেছিলেন। পাঁচবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রকাশ সিং বাদল। আমজনতার ক্ষোভের চরিত্র বোঝার দক্ষতার জন্য বিশেষ পরিচিত ছিলেন তিনি।