ইরান-সউদি বাণিজ্য শুরু

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে ইরান ও সউদি আরব । ইরানের শিল্প, বাণিজ্য ও খনিবিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন এই তথ্য দিয়েছেন। এক সাক্ষাতকারে ৭ বছর পর ইরান ও সউদি আরবের মধ্যে সম্প্রীতির কথা উল্লেখ করেন রেজা ফাতেমি আমিন। তিনি জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সউদি আরবে পণ্য রফতানির প্রক্রিয়া শুরু করেছে ইরান। গত মাসে তেহরান এবং রিয়াধ সাত বছর পর সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। চিনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দুই দেশ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে রাজি হয়। এরপর চলতি মাসের শুরুতে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। উভয় বিদেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হন। ১৪ এপ্রিল ইরানের অর্থমন্ত্রী জানান, তেহরান রিয়াধের সঙ্গে বার্ষিক ১ বিলিয়ন ডলারের বাণিজ্য করতে চায়। এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির কয়েকদিন পর সউদি অর্থমন্ত্রী আল-জাদান দেশটিতে সউদি আরবের বিনিয়োগের বিভিন্ন সুযোগের প্রতি ইঙ্গিত করে জানান, তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনও প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন না।