অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো যাবে না রায় ডাচ আদালতের

- আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: ইতালি থেকে নেদারল্যান্ডসে আশ্রয় নিতে আসা অভিবাসন প্রত্যাশীদের আর ইতালিতে ফেরত পাঠানো যাবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। আদালত জানিয়েছে, ইতালিতে পাঠানো হলে অভিবাসন প্রত্যাশীরা সেখানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে। আদালতের এমন সিদ্ধান্তের ফলে নেদারল্যান্ডসের বিদ্যমান আশ্রয়ব্যবস্থার ওপর চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকার দেশ নাইজেরিয়া ও ইরিত্রিয়া থেকে আসা দুই অভিবাসন প্রত্যাশীর মামলার প্রেক্ষিতে এই রায় দেয় আদালত। অভিবাসন প্র্যত্যাশীদের আশ্রয় প্রদান করতে গিয়ে হিমশিম খাচ্ছে নেদারল্যান্ডস সরকার৷ গত গ্রীষ্মে আশ্রয়ের জায়গার সংকটের কারণে দেশটির টের আপেল গ্রামে অনেক অভিবাসন প্রত্যাশীকে অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করতে হয়েছিল। এমন পরিস্থিতি এই বছর আবারও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।