সভাপতি পথ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হলেন শরদ পাওয়ার

- আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েক ঘণ্টা কাটতে না কাটতে সিদ্ধান্ত বদল শরদ পাওয়ারের। প্রবীণ রাজনৈতিক নেতা এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে রাজি হলেন। ভাইপো অজিত পাওয়ার মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। সভাপদি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয় নিয়ে ভাইপো ও মেয়ের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেন শরদ বলে জানা গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অজিত।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইতে নিজের জীবনীমূলক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আচমকাই সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বর্ষীয়ান এই নেতা। শরদ পাওয়ারেরে এহেন ঘোষণায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় মহারাষ্ট্র রাজনৈতিক মহলে। পাওয়ারের এই ঘোষণার পরেই এনসিপি সমর্থকরা এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেককে কাঁদতেও দেখা যায়। কর্মীরা সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান প্রবীণ এই নেতাকে।
পদত্যাগ ঘোষণার পর বর্ষীয়ান এই নেতা বলেন, ‘রাজ্যসভায় আমার মেয়াদ এখনও তিন বছর বাকি আছে। তার পর থেকে আমি আর নির্বাচনে লড়াই করব না। এই তিন বছরে আমি আরও বেশি করে দেশ এবং রাজ্যের কাজ করে যাব। নতুন কোনও দায়িত্ব নেওয়ার ইচ্ছে আর নেই।’
পওয়ার বলেন, ‘আমার সহকর্মীদের বলতে চাই, দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও আমি জনগণের থেকে সরার কথা ভাবছি না। আপনাদের সঙ্গেই থাকব।’ এক সময় সকলকেই সরে দাঁড়াতে হয়। এটাই জীবনের নিয়ম। সেই নিয়ম মেনেই আমি নিজেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমতার লোভ মানুষকে থামতে দেয় না। কিন্তু রাজনীতিতে সুযোগ সকলকে দেওয়া উচিত। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে নিজের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার কথা জানান তিনি।