১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গো-রক্ষক বাহিনীদের জুলুমের প্রতিবাদে হরিয়ানার কৃষকেরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: গো-রক্ষক বাহিনীদের অন্যায় জুলুমের বিরুদ্ধে এবার প্রতিবাদে বসলেন হরিয়ানার কৃষকরা। গত ১ মে গরু মেলার সময় রাজস্থানের সিরসা থেকে নাগৌরে গবাদি পশু নিয়ে যাওয়া কৃষকদের গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলি  থেকে   কৃষকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কৃষকদের অভিযোগ, গো- রক্ষক বাহিনীদের ধরতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
কিশান সংঘর্ষ সমিতির নেতৃত্বে গো- রক্ষক বাহিনীদের গ্রেফতারের দাবিতে সদর থানার সামনে অবস্থানে বসে কৃষকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের কাছে অভিযুক্তদের নাম থাকলেও তাদের ধরতে গড়িমসি করছে পুলিশ।

মনদীপ নাথওয়ান নামে এক কৃষক বলেন, পুলিশ সমস্ত ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। গো রক্ষার নামে যারা নিরাপরাধ কৃষকদের হয়রানি করছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে সদর থানার সামনে ধরনায় বসেন বিক্ষোভকারী কৃষকেরা।
বীর সিং নামে অপর এক কৃষক জানান, হিসার জেলার আর্য নগরের লুদাস সড়কে রাত সাড়ে ১১টা নাগাদ বোলেরোতে করে মদ্যপ অবস্থায় আসে পাঁচ থেকে সাত জন লোক। তাদের গবাদি পশু ভর্তি গাড়ি ধরে চাঁদার জন্য জুলুম শুরু করে। ১০ হাজার টাকা দেওয়ার পর তাদের সেখান থেকে যেতে দেয়। অভিযুক্ত সাতজনের মধ্যে দুজন গোপুত্র সেনাকর্মী।
পুলিশ জানিয়েছে, আমরা গোপুত্র সেনাকর্মী কাছ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গো-রক্ষক বাহিনীদের জুলুমের প্রতিবাদে হরিয়ানার কৃষকেরা

আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গো-রক্ষক বাহিনীদের অন্যায় জুলুমের বিরুদ্ধে এবার প্রতিবাদে বসলেন হরিয়ানার কৃষকরা। গত ১ মে গরু মেলার সময় রাজস্থানের সিরসা থেকে নাগৌরে গবাদি পশু নিয়ে যাওয়া কৃষকদের গাড়ি আটকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলি  থেকে   কৃষকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। কৃষকদের অভিযোগ, গো- রক্ষক বাহিনীদের ধরতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
কিশান সংঘর্ষ সমিতির নেতৃত্বে গো- রক্ষক বাহিনীদের গ্রেফতারের দাবিতে সদর থানার সামনে অবস্থানে বসে কৃষকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের কাছে অভিযুক্তদের নাম থাকলেও তাদের ধরতে গড়িমসি করছে পুলিশ।

মনদীপ নাথওয়ান নামে এক কৃষক বলেন, পুলিশ সমস্ত ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। গো রক্ষার নামে যারা নিরাপরাধ কৃষকদের হয়রানি করছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে সদর থানার সামনে ধরনায় বসেন বিক্ষোভকারী কৃষকেরা।
বীর সিং নামে অপর এক কৃষক জানান, হিসার জেলার আর্য নগরের লুদাস সড়কে রাত সাড়ে ১১টা নাগাদ বোলেরোতে করে মদ্যপ অবস্থায় আসে পাঁচ থেকে সাত জন লোক। তাদের গবাদি পশু ভর্তি গাড়ি ধরে চাঁদার জন্য জুলুম শুরু করে। ১০ হাজার টাকা দেওয়ার পর তাদের সেখান থেকে যেতে দেয়। অভিযুক্ত সাতজনের মধ্যে দুজন গোপুত্র সেনাকর্মী।
পুলিশ জানিয়েছে, আমরা গোপুত্র সেনাকর্মী কাছ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।