১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনাহারে মৃত্যুর ঝুঁকিতে হাইতির লক্ষাধিক শিশু

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে লক্ষাধিক শিশু অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।  রাষ্ট্রসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সম্প্রতি এ কথা জানিয়েছে। ইউনিসেফ বলেছে, সশস্ত্র সহিংসতা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় এবং কলেরা প্রাদুর্ভাবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনিসেফ গত বছর ৮৭ হাজার ৫০০ শিশুর নাম নিবন্ধন করে যারা চরম অপুষ্টিতে ভুগছে। গত বছরের তুলনায় এবারের সংখ্যা ৩০ শতাংশ বেশি। তহবিলের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ব্যবধান সম্পর্কে সতর্ক করে ইউনিসেফ বলে, এমন পরিস্থিতি এক লক্ষেরও বেশি শিশুর জীবনকে তাৎক্ষনিক মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। ব্যাপকভাবে অস্ত্রসজ্জিত অপরাধ চক্রগুলো এই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। আর বেশিরভাগ সহিংস ঘটনা ঘটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সকে কেন্দ্র করে। রাষ্ট্রসংঘের অনুমান, শুধুমাত্র এপ্রিল মাসেই এই শহরে ৬০০রও বেশি মানুষ নিহত হয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনাহারে মৃত্যুর ঝুঁকিতে হাইতির লক্ষাধিক শিশু

আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে লক্ষাধিক শিশু অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।  রাষ্ট্রসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সম্প্রতি এ কথা জানিয়েছে। ইউনিসেফ বলেছে, সশস্ত্র সহিংসতা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় এবং কলেরা প্রাদুর্ভাবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনিসেফ গত বছর ৮৭ হাজার ৫০০ শিশুর নাম নিবন্ধন করে যারা চরম অপুষ্টিতে ভুগছে। গত বছরের তুলনায় এবারের সংখ্যা ৩০ শতাংশ বেশি। তহবিলের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ব্যবধান সম্পর্কে সতর্ক করে ইউনিসেফ বলে, এমন পরিস্থিতি এক লক্ষেরও বেশি শিশুর জীবনকে তাৎক্ষনিক মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। ব্যাপকভাবে অস্ত্রসজ্জিত অপরাধ চক্রগুলো এই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। আর বেশিরভাগ সহিংস ঘটনা ঘটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সকে কেন্দ্র করে। রাষ্ট্রসংঘের অনুমান, শুধুমাত্র এপ্রিল মাসেই এই শহরে ৬০০রও বেশি মানুষ নিহত হয়েছেন।