Breaking: কুন্তল ঘোষ চিঠি মামলায় হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

- আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ইতিমধ্যেই তাঁর একাধিক আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। রায়ের কপি হাতে পেলেই দ্রুত সেই শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আজ কুন্তল ঘোষের চিঠি মামলায় রায় দেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ও সিবিআই। সেইসঙ্গে অভিষেক ও কুন্তলকে যে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি এই আবেদন জানান। পুলিশি হস্তক্ষেপ চেয়ে কুন্তল চিঠি দেন হেস্টিংস থানাতেও। সেই চিঠির বিষয়ে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, সিবিআই ও ইডি প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে অভিষেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জি জানান। বিচারপতি অমৃতা সিনহা অভিষেককে মামলায় যুক্ত হতে বলেছিলেন। সেই অনুযায়ী, মামলাটিতে যুক্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানান।