১১ বছর পর সউদিতে আসাদ

- আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
- / 8
পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘ ১১ বছর পর সউদি আরব সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লিগের বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। বৃহস্পতিবার সউদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। শুক্রবার জেদ্দায় আরব লিগের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা ওঠে। পরবর্তীকালে সউদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই সফর। উল্লেখ্য, আরব বসন্তের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান পরিচালনা করায় আল-আসাদ এবং তার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আরব লিগ। তবে বর্তমানে বেশির ভাগ আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আসাদ আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সউদি আরব গেলেন। সউদি আরব সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল-আসাদকে উৎখাত করতে সশস্ত্র বিরোধীদের সমর্থন দিয়েছিল। কিন্তু এখন রিয়াধ সংলাপের মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানাচ্ছে।