বিদেশি হস্তক্ষেপ আর গ্রহণযোগ্য নয়: আসাদ

- আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
- / 6
পুবের কলম,ওয়েবডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১২ বছরেরও বেশি সময় পর আরব লিগের শীর্ষ সম্মেলনে তার প্রথম ভাষণে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের কথা বলেছেন। ২০১১ সালের পর প্রথমবারের মতো আসাদ তার আরব প্রতিবেশীদের সঙ্গে এক কাতারে বসেন। তার বিরোধীদের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রতি একটি স্পষ্ট বার্তা জানাতে আসাদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘একটি নতুন বিশ্ব-ব্যবস্থা চালু হচ্ছে যেখানে বিদেশি হস্তক্ষেপ আর গ্রহণযোগ্য হবে না।’ সিরিয়ার নেতা এর আগে এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ সউদি আরবের যুবরাজ বিন সালমানকে আলিঙ্গন করেন। যুবরাজ সালমান আশা প্রকাশ করে বলেন, এই শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট আসাদের উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতাকে বৃদ্ধিতে করবে। জেদ্দায় এই সম্মেলনে আরব নেতাদের পাশে আসাদকে খুবই প্রাঞ্জল দেখাচ্ছিল। উল্লেখ্য, শুক্রবার থেকে জেদ্দায় আরব লিগের ৩২তম সম্মেলন শুরু হয়েছে। আরব দেশগুলোর জোটের এবারের সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে। ২০১১ সালে বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন ও পরবর্তী ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট আসাদকে দায়ী করা হয়েছিল। এ জন্য সিরিয়ার সঙ্গে সম্পর্কে লাগাম টেনেছিল আরব দেশগুলো। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আসাদের সউদি সফর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বেশির ভাগ আরব দেশের প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ।