২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে তৃতীয় ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যৌথভাবে প্রথম অনুসূয়া শিক্ষিকা হতে চায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 7

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের মধ্যে  তৃতীয় ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অধিকার করল অনুসূয়া সাহা। প্রাপ্ত নাম্বার ৪৯৪। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনুসূয়া। মেয়ের এই সাফল্যে খুশি অনুসূয়ার পরিবার সহ গোটা এলাকা। বাবা অজয় সাহা ডাকবিভাগে কর্মরত, মা ইতি সাহা আশাকর্মী। বাড়ি হিলির বাবুপাড়া এলাকায়।

হিলি থেকে নিয়মিত বালুরঘাট আদর্শ স্কুলে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে গেছে অনুসূয়া। নিজের অধ্যবসায়, বাবা মায়ের অনুপ্রেরণা, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় আজ তার এই সাফল্য অর্জন বলে জানিয়েছে অনুসূয়া।

অনুসূয়ার প্রাপ্ত নম্বর সংস্কৃতে ১০০, ভূগোলে ৯৮, ইংরেজিতে ৯৯, বাংলাতে ৯৯,  ফিলোজফি ৯৮। ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ব্যক্ত করেছে সে। বড় হয়ে শিক্ষক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সমাজের জন্য কাজ করার স্বপ্ন দেখে অনুসূয়া।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে তৃতীয় ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যৌথভাবে প্রথম অনুসূয়া শিক্ষিকা হতে চায়

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের মধ্যে  তৃতীয় ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অধিকার করল অনুসূয়া সাহা। প্রাপ্ত নাম্বার ৪৯৪। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনুসূয়া। মেয়ের এই সাফল্যে খুশি অনুসূয়ার পরিবার সহ গোটা এলাকা। বাবা অজয় সাহা ডাকবিভাগে কর্মরত, মা ইতি সাহা আশাকর্মী। বাড়ি হিলির বাবুপাড়া এলাকায়।

হিলি থেকে নিয়মিত বালুরঘাট আদর্শ স্কুলে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে গেছে অনুসূয়া। নিজের অধ্যবসায়, বাবা মায়ের অনুপ্রেরণা, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় আজ তার এই সাফল্য অর্জন বলে জানিয়েছে অনুসূয়া।

অনুসূয়ার প্রাপ্ত নম্বর সংস্কৃতে ১০০, ভূগোলে ৯৮, ইংরেজিতে ৯৯, বাংলাতে ৯৯,  ফিলোজফি ৯৮। ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ব্যক্ত করেছে সে। বড় হয়ে শিক্ষক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে সমাজের জন্য কাজ করার স্বপ্ন দেখে অনুসূয়া।