১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ থেকে গুজরাতি আমুলের দাপট কমাতে শাহকে চিঠি স্ট্যালিনের

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম,ওয়েবডেস্ক:কর্নাটকের ভোটের আগে তুঙ্গে উঠেছিল ‘আমূল’ বনাম ‘নন্দিনী’র লড়াই। বিজেপি শাসিত গুজরাতের আমূল ব্যবসা বাড়াতে পা রেখেছিল কর্নাটকে । এবার আমূলকে নিয়ে আপত্তি উঠেছে তামিলনাড়ুতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন বৃহস্পতিবার কেন্দ্রের সমবায় মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আমূল নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে স্ট্যালিন লিখেছেন, ‘তামিলনাড়ু-সহ দাক্ষিণাত্যের রাজ্যগুলি থেকে আমূল যাতে দুধ সংগ্রহ করতে না পারে, অবিলম্বে সে বিষয়ে নির্দেশ জারি করুন।’

কেন্দ্রের দেওয়া ‘মাল্টি-স্টেট কো-অপারেটিভ লাইসেন্স’-এর সুবিধা নিয়ে গুজরাতের সংস্থা আমূল কৃষ্ণগিরি জেলায় ‘চিলিং সেন্টার’ এবং একটি ‘দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র’ বানিয়ে ফেলেছে বলেও জানিয়েছেন স্ট্যালিন। তাঁর কথায়, ‘আমাদের সর্বোচ্চ সমবায় বিপণন সংস্থার নাম ‘আভিন’। আভিন কো-অপারেটিভের আওতায়, গ্রামীণ এলাকায় ৯,৬৭৩টি দুধ উৎপাদনকারী সমবায় সমিতি কাজ করছে। আমূলের জন্য তাদের অসুবিধা হচ্ছে।’

আভিন কো-অপারেটিভের আওতায় গ্রামীণ এলাকায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ যুক্ত। আমুলের কারণে তারা সমস্যায় পড়ছে। তিনি আরও জানান, এতদিন আমুল কেবল তামিলনাড়ুতে সংস্থার উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী বিক্রি করছিল । এবার রাজ্য থেকে তারা দুধ সংগ্রহ শুরু করেছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

কর্নাটকের বিগত বিজেপি সরকারও আমূলের বাজার দখলের কৌশল নিয়ে আপত্তি তুলে বলেছিল, এটা সমবায় নীতির পরিপন্থী। একটি সমবায় আর একটি সমবায়ের ব্যবসায় থাবা বসাতে পারে না। নন্দিনীর হয়ে তখন লড়াইয়ে নেমে পড়ে কর্নাটকের হোটেল-রেস্তরাঁগুলিও। আশ্চর্যের হল, গুজরাতের আমূলের দিকে আঙুল তোলা কর্নাটকের নন্দিনীর বিরুদ্ধেও অনুপ্রবেশের অভিযোগ আছে। তারা আবার পড়শি রাজ্য কেরলে ঢুকে পড়ে সেখানকার ‘মিলমা’ দুধের বাজারে থাবা বসাচ্ছে বলে রাজ্যের সিপিএম সরকারের অভিযোগ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ থেকে গুজরাতি আমুলের দাপট কমাতে শাহকে চিঠি স্ট্যালিনের

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক:কর্নাটকের ভোটের আগে তুঙ্গে উঠেছিল ‘আমূল’ বনাম ‘নন্দিনী’র লড়াই। বিজেপি শাসিত গুজরাতের আমূল ব্যবসা বাড়াতে পা রেখেছিল কর্নাটকে । এবার আমূলকে নিয়ে আপত্তি উঠেছে তামিলনাড়ুতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন বৃহস্পতিবার কেন্দ্রের সমবায় মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আমূল নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে স্ট্যালিন লিখেছেন, ‘তামিলনাড়ু-সহ দাক্ষিণাত্যের রাজ্যগুলি থেকে আমূল যাতে দুধ সংগ্রহ করতে না পারে, অবিলম্বে সে বিষয়ে নির্দেশ জারি করুন।’

কেন্দ্রের দেওয়া ‘মাল্টি-স্টেট কো-অপারেটিভ লাইসেন্স’-এর সুবিধা নিয়ে গুজরাতের সংস্থা আমূল কৃষ্ণগিরি জেলায় ‘চিলিং সেন্টার’ এবং একটি ‘দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র’ বানিয়ে ফেলেছে বলেও জানিয়েছেন স্ট্যালিন। তাঁর কথায়, ‘আমাদের সর্বোচ্চ সমবায় বিপণন সংস্থার নাম ‘আভিন’। আভিন কো-অপারেটিভের আওতায়, গ্রামীণ এলাকায় ৯,৬৭৩টি দুধ উৎপাদনকারী সমবায় সমিতি কাজ করছে। আমূলের জন্য তাদের অসুবিধা হচ্ছে।’

আভিন কো-অপারেটিভের আওতায় গ্রামীণ এলাকায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ যুক্ত। আমুলের কারণে তারা সমস্যায় পড়ছে। তিনি আরও জানান, এতদিন আমুল কেবল তামিলনাড়ুতে সংস্থার উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী বিক্রি করছিল । এবার রাজ্য থেকে তারা দুধ সংগ্রহ শুরু করেছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

কর্নাটকের বিগত বিজেপি সরকারও আমূলের বাজার দখলের কৌশল নিয়ে আপত্তি তুলে বলেছিল, এটা সমবায় নীতির পরিপন্থী। একটি সমবায় আর একটি সমবায়ের ব্যবসায় থাবা বসাতে পারে না। নন্দিনীর হয়ে তখন লড়াইয়ে নেমে পড়ে কর্নাটকের হোটেল-রেস্তরাঁগুলিও। আশ্চর্যের হল, গুজরাতের আমূলের দিকে আঙুল তোলা কর্নাটকের নন্দিনীর বিরুদ্ধেও অনুপ্রবেশের অভিযোগ আছে। তারা আবার পড়শি রাজ্য কেরলে ঢুকে পড়ে সেখানকার ‘মিলমা’ দুধের বাজারে থাবা বসাচ্ছে বলে রাজ্যের সিপিএম সরকারের অভিযোগ।