১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।  সোমবার ভোরে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেন বলেছে, প্রতিরক্ষা বাহিনী ৪০ টিরও বেশি লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করেছে।  সোমবার ভোরে এই হামলা চলতি মাসে কিয়েভে রাশিয়ার ১৫তম আক্রমণ।

এছাড়া এ নিয়ে পরপর দ্বিতীয় দিনের মতো রাতের আঁধারে একই তীব্রতা নিয়ে কিয়েভে হামলা চালাল মস্কো। তবে কর্মকর্তারা দাবি করেছেন, সর্বশেষ রুশ এই হামলায় কিয়েভে বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘রাজধানী কিয়েভের জন্য আরেকটি কঠিন রাত।’ এর আগে রবিবার রাতের আঁধারে কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া।

ওই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ব্যাপক ওই হামলায় একজন নিহত ও আরও কয়েকজন আহত হন। এছাড়া একইদিন কিয়েভের ওপর ৩৬টি ড্রোন ভূপাতিত করা হয় বলেও দাবি করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সোমবারের হামলায় রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং ক্রুজ  ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে কিয়েভ জানিয়েছে।

এদিকে হামলার বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সোমবার ভোরে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের পাল্টা আক্রমণের আগেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করতে চাইছে রুশ সামরিক বাহিনী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।  সোমবার ভোরে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেন বলেছে, প্রতিরক্ষা বাহিনী ৪০ টিরও বেশি লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করেছে।  সোমবার ভোরে এই হামলা চলতি মাসে কিয়েভে রাশিয়ার ১৫তম আক্রমণ।

এছাড়া এ নিয়ে পরপর দ্বিতীয় দিনের মতো রাতের আঁধারে একই তীব্রতা নিয়ে কিয়েভে হামলা চালাল মস্কো। তবে কর্মকর্তারা দাবি করেছেন, সর্বশেষ রুশ এই হামলায় কিয়েভে বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ‘রাজধানী কিয়েভের জন্য আরেকটি কঠিন রাত।’ এর আগে রবিবার রাতের আঁধারে কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া।

ওই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ব্যাপক ওই হামলায় একজন নিহত ও আরও কয়েকজন আহত হন। এছাড়া একইদিন কিয়েভের ওপর ৩৬টি ড্রোন ভূপাতিত করা হয় বলেও দাবি করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সোমবারের হামলায় রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং ক্রুজ  ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে কিয়েভ জানিয়েছে।

এদিকে হামলার বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সোমবার ভোরে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের পাল্টা আক্রমণের আগেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করতে চাইছে রুশ সামরিক বাহিনী।