১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির আমেরিকা সফরের আগে ভারতে মার্কিন প্রতিরক্ষা সচিব, দুই দেশের মধ্যে হাই ভোল্টেজ বৈঠক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
  • / 2

পুবেরকলম, ওয়েবডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে সোমবার হাইভোল্টেজ বৈঠক হল নয়াদিল্লিতে। এদিন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। প্রধানত বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রের প্রযুক্তি আরও উন্নতি করা নিয়ে কথোপকথন হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে সঙ্গে নিয়েই দুই দেশই নিজের দেশের প্রতিরক্ষাগত প্রযুক্তি গড়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি আলোচনায় স্থান পায় ইন্দো পেসিফিক, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া প্রসঙ্গ। এই এলাকাগুলি যাতে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় বিষয়কে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে পারে, সেই বিষয়টিকেও নিশ্চয়তার মধ্যে রাখার কথা হয়েছে। দুই দেশের বৈঠকে ভারত ও আমেরিকার বাণিজ্যগত শিল্পমহলে ‘সাপ্লাই চেইন’ যাতে মসৃণ থাকে, সেই নিয়েও আলোচনা হয়। দুই দেশের ‘ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি’ সহযোগিতা যাতে বজায় থাকে সেই বার্তাও দেওয়া হয়েছে দুই দেশের তরফে।

উল্লেখ্য, দুদিনের সফরে ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এই সফরে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সামনে অস্টিন বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা-বাণিজ্যশিল্পগত সহযোগিতা বজায় রেখে চলার পথে অঙ্গীকারবদ্ধ। ইন্দো-পেসিফিকে অবাধ যাতায়াতের ক্ষেত্রে দুই দেশই সম্মত বলে দাবি করেছেন তিনি। অস্টিন বলেন, ‘আমাদের অংশীদারিত্ব দ্রুত বাড়ছে। আর আমরা প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্প্রসারণের দিকে তাকিয়ে আছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির আমেরিকা সফরের আগে ভারতে মার্কিন প্রতিরক্ষা সচিব, দুই দেশের মধ্যে হাই ভোল্টেজ বৈঠক

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

পুবেরকলম, ওয়েবডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে সোমবার হাইভোল্টেজ বৈঠক হল নয়াদিল্লিতে। এদিন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। প্রধানত বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রের প্রযুক্তি আরও উন্নতি করা নিয়ে কথোপকথন হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে সঙ্গে নিয়েই দুই দেশই নিজের দেশের প্রতিরক্ষাগত প্রযুক্তি গড়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি আলোচনায় স্থান পায় ইন্দো পেসিফিক, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া প্রসঙ্গ। এই এলাকাগুলি যাতে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় বিষয়কে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে পারে, সেই বিষয়টিকেও নিশ্চয়তার মধ্যে রাখার কথা হয়েছে। দুই দেশের বৈঠকে ভারত ও আমেরিকার বাণিজ্যগত শিল্পমহলে ‘সাপ্লাই চেইন’ যাতে মসৃণ থাকে, সেই নিয়েও আলোচনা হয়। দুই দেশের ‘ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি’ সহযোগিতা যাতে বজায় থাকে সেই বার্তাও দেওয়া হয়েছে দুই দেশের তরফে।

উল্লেখ্য, দুদিনের সফরে ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এই সফরে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সামনে অস্টিন বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা-বাণিজ্যশিল্পগত সহযোগিতা বজায় রেখে চলার পথে অঙ্গীকারবদ্ধ। ইন্দো-পেসিফিকে অবাধ যাতায়াতের ক্ষেত্রে দুই দেশই সম্মত বলে দাবি করেছেন তিনি। অস্টিন বলেন, ‘আমাদের অংশীদারিত্ব দ্রুত বাড়ছে। আর আমরা প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্প্রসারণের দিকে তাকিয়ে আছি।’