৩ দিনে ৩,৭০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া

- আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: মাত্র তিন দিনে ইউক্রেনের ৩,৭০০রও বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে গিয়ে ইউক্রেনীয় সেনারা প্রাণ হারানোর পাশাপাশি বিপুল পরিমাণ ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জামও হারিয়েছে বলে জানিয়েছেন শোইগু।
শোইগু বলেন, ৪ জুন থেকে শুরু হওয়া লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী ৩,১৫ জন সেনা, ৫২ ট্যাঙ্ক, ২০৭ সাঁজোয়া যান, ১৩৪টি গাড়ি, ৫টি বিমান, দু’টি হেলিকপ্টার, ৪৮টি ফিল্ড আর্টিলারি ইউনিট এবং ৫৩টি ড্রোন হারিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিপক্ষের অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করার সময়, রাশিয়ার সামরিক বাহিনীর ৭১ জন সেনা হারিয়েছে। আহত হয়েছেন আরও ২১০ জন।’ শোইগু জানান, সোমবার সবচেয়ে ভারী লড়াই হয়েছে উভয়পক্ষের মধ্যে। সূত্রের খবর, ইউক্রেনের পাঁচটি সেনাদল রণক্ষেত্রের সাতটি পয়েন্টে আক্রমণ করেছিল।
এদিকে, আর কখনও আমেরিকার শাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘বর্তমানে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।’ আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ। মার্কিন বিদেশনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ বিদেশমন্ত্রী।