দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে খুনে গ্রেফতার ২, চিহ্নিত আরও ২ সন্দেহভাজন

- আপডেট : ২০ জুন ২০২৩, মঙ্গলবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানিয়েছেন, নিখিল চৌহান নামে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় বিএ প্রথম বর্ষের ছাত্র রাহুল ও তার বন্ধু স্কুল ড্রপআউট হারুনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে চিহ্নিত করা হয়েছে।
১৮ জুন, রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে নিখিল নামে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিখিলের বাবা জানিয়েছেন, আমরা দুপুর বারোটা নাগাদ ছেলের মৃত্যুর খবর পাই।
পুলিশ জানায়, সোমবার সকালে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরবাইকে চেপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল সন্দেহভাজনরা। আর্যভট্ট কলেজের ছাত্র ছিল নিখিল চৌহান।
প্রসঙ্গত, প্রেমিকাকে নিয়ে ঝগড়ার জেরে খুন হন দিল্লির আর্যভট্ট কলেজের ছাত্র নিখিল চৌহান। জানা যায়, নিখিলের সঙ্গে অন্য এক ছাত্রের ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার কারণ, বান্ধবীর সঙ্গে খারাপ ব্যবহার। তার পরেও ছুড়ি দিয়ে খুন করা হয় নিখিলকে।
নিখিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং-এ ভর্তি হয়েছিল এবং সে ক্লাস করতে কলেজে এসেছিল। রবিবার অভিযুক্ত ছাত্র তার তিন সঙ্গী নিয়ে কলেজ গেটের বাইরে এসে নিখিলকে খুন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতিবাগের চরক পালিকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পশ্চিম বিহারের বাসিন্দা নিখিল চৌহান রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অনুপ লাথার বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা যে একটি তরতাজা প্রাণ এইভাবে হারিয়ে গেল। কলেজের বাইরেই এমন ঘটনা ঘটল। কলেজ শিক্ষার্থীদের পড়াশোনা শেখা ও ক্যারিয়ার গড়ার জায়গা।