২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রেফতার হাইকোর্টের গ্রুপ ডি কর্মী! কিন্তু কেন?

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 4

পারিজাত মোল্লা:  মঙ্গলবার কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঘটলো নজিরবিহীন ঘটনা।  গ্রেফতার হলেন হাইকোর্টেরই এক গ্রুপ ডি কর্মী! চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। তার জেরেই গ্রেফতার হলেন কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কর্মী।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশেই এই গ্রেফতারি হয়েছে তাও আবার তাঁর এজলাস থেকে! এমনই ঘটনার সাক্ষী এদিন থাকল হাইকোর্ট। ওই কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।জানা গিয়েছে,  চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা চেয়েছিলেন হাইকোর্টের ওই গ্রুপ ডি কর্মী। তবে পরে ৭০ হাজার টাকা ওই চাকরি প্রার্থীর কাছ থেকে অনলাইন মারফত নিয়েছিলেন তিনি। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাইকোর্টের বার এসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক  অবিলম্বে ওই ব্যক্তিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির করার জন্য নিয়ে আনেন।

বিচারপতি  নির্দেশ দেন, ‘ তাঁর চাকরির সমস্ত নথি হেফাজতে নিতে’। পরবর্তী সময়ে গ্রুপ ডি কর্মী স্বপন জানার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেন।এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে স্বপন জানা নামে ওই ব্যক্তিকে হাজিরা করানো হলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি বেহালার বাসিন্দা, এক দৃষ্টিহীন প্রার্থী। তিনি টাকা দেওয়ার পরেও কোনও সুবিধা না পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং হাইকোর্ট তা জেনে দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন প্রতারক কর্মীকে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রেফতার হাইকোর্টের গ্রুপ ডি কর্মী! কিন্তু কেন?

আপডেট : ৪ জুলাই ২০২৩, মঙ্গলবার

পারিজাত মোল্লা:  মঙ্গলবার কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঘটলো নজিরবিহীন ঘটনা।  গ্রেফতার হলেন হাইকোর্টেরই এক গ্রুপ ডি কর্মী! চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। তার জেরেই গ্রেফতার হলেন কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কর্মী।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশেই এই গ্রেফতারি হয়েছে তাও আবার তাঁর এজলাস থেকে! এমনই ঘটনার সাক্ষী এদিন থাকল হাইকোর্ট। ওই কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।জানা গিয়েছে,  চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা চেয়েছিলেন হাইকোর্টের ওই গ্রুপ ডি কর্মী। তবে পরে ৭০ হাজার টাকা ওই চাকরি প্রার্থীর কাছ থেকে অনলাইন মারফত নিয়েছিলেন তিনি। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাইকোর্টের বার এসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক  অবিলম্বে ওই ব্যক্তিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির করার জন্য নিয়ে আনেন।

বিচারপতি  নির্দেশ দেন, ‘ তাঁর চাকরির সমস্ত নথি হেফাজতে নিতে’। পরবর্তী সময়ে গ্রুপ ডি কর্মী স্বপন জানার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেন।এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে স্বপন জানা নামে ওই ব্যক্তিকে হাজিরা করানো হলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি বেহালার বাসিন্দা, এক দৃষ্টিহীন প্রার্থী। তিনি টাকা দেওয়ার পরেও কোনও সুবিধা না পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং হাইকোর্ট তা জেনে দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন প্রতারক কর্মীকে।