২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে-ভারত-সহ বিভিন্ন ট্রেনের এসি চেয়ারকারের ভাড়া সর্বোচ্চ ২৫ শতাংশ কমছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২৩, সোমবার
  • / 6

পুবের কলম প্রতিবেদক:  নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস ওঠা আম জনতাকে কিছুটা স্বস্তি দিল রেল বোর্ড। শনিবার রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত, বিলাসবহুল ভিস্তাডোম, অনুভূতি-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনের বিলাসবহুল এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের ভাড়া কমানো হচ্ছে। গত এক মাসে যে ট্রেনগুলির মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, সেই ট্রেনগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিলাসবহুল বন্দে ভারত, ভিস্তাডোম-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনের এগজিকিউটিভ ক্লাস ও শীততাপনিয়ন্ত্রিত চেয়ারকারের ভাড়া অনেকটাই বেশি বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছিলেন যাত্রীরা। ঢাকঢোল পিটিয়ে একাধিক রুটে বন্দে ভারত চালু হলেও ভাড়ার কারণে প্রায়শই আসন ফাঁকা থাকছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেল মন্ত্রককে। দীর্ঘদিন ধরে ওই আর্থিক লোকসান সহ্য করে ট্রেন চালানো সম্ভব হবে না বলেই মনে করছেন মন্ত্রকের আধিকারিকরা। তাই শেষ পর্যন্ত এগজিকিউটিভ ক্লাস-সহ এসি চেয়ারকারের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্দে ভারত, অনুভূতি এবং ভিস্তাডোম-সহ বিভিন্ন ট্রেনের এসি চেয়ারকার-সহ সমস্ত এগজিকিউটিভ ক্লাসের  ভাড়া কমানো হবে। মূল ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে যোগ করা হবে।’

তবে কোন ট্রেনে কত ভাড়া কমানো হবে, সেই সিদ্ধান্ত বিভিন্ন জোনের কর্মকর্তাদের উপরেই ছেড়েছে রেল বোর্ড।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে-ভারত-সহ বিভিন্ন ট্রেনের এসি চেয়ারকারের ভাড়া সর্বোচ্চ ২৫ শতাংশ কমছে

আপডেট : ১০ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস ওঠা আম জনতাকে কিছুটা স্বস্তি দিল রেল বোর্ড। শনিবার রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত, বিলাসবহুল ভিস্তাডোম, অনুভূতি-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনের বিলাসবহুল এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের ভাড়া কমানো হচ্ছে। গত এক মাসে যে ট্রেনগুলির মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, সেই ট্রেনগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিলাসবহুল বন্দে ভারত, ভিস্তাডোম-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনের এগজিকিউটিভ ক্লাস ও শীততাপনিয়ন্ত্রিত চেয়ারকারের ভাড়া অনেকটাই বেশি বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছিলেন যাত্রীরা। ঢাকঢোল পিটিয়ে একাধিক রুটে বন্দে ভারত চালু হলেও ভাড়ার কারণে প্রায়শই আসন ফাঁকা থাকছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেল মন্ত্রককে। দীর্ঘদিন ধরে ওই আর্থিক লোকসান সহ্য করে ট্রেন চালানো সম্ভব হবে না বলেই মনে করছেন মন্ত্রকের আধিকারিকরা। তাই শেষ পর্যন্ত এগজিকিউটিভ ক্লাস-সহ এসি চেয়ারকারের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্দে ভারত, অনুভূতি এবং ভিস্তাডোম-সহ বিভিন্ন ট্রেনের এসি চেয়ারকার-সহ সমস্ত এগজিকিউটিভ ক্লাসের  ভাড়া কমানো হবে। মূল ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে যোগ করা হবে।’

তবে কোন ট্রেনে কত ভাড়া কমানো হবে, সেই সিদ্ধান্ত বিভিন্ন জোনের কর্মকর্তাদের উপরেই ছেড়েছে রেল বোর্ড।