১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার
  • / 9

জৈদুল সেখ, সালার:  পঞ্চায়েত নির্বাচনের দিন মুর্শিদাবাদের সালার উত্তপ্ত হয়ে উঠেছিল। রক্ত ঝরেছিল, প্রাণও গেছে। শনিবার সেই সালারের কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশু গুরুতর জখম হল।  ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, বাবলা গ্রামে শনিবার সকালে সকালে সাহিল সেখ এবং সাকিব সেখ নামের দুই শিশু খেলনা ভেবে কৌঠো বোমা নিয়ে খেলছিল। আচমকা সেই বোমা ফেটে যায়। যার জেরে গুরুতর আহত হয় দুই শিশু।  আহত অবস্থায় দুই শিশুকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানেই চিকিত্‍সা চলছে তাদের।

গ্রামবাসীদের কথায়, বাবলা গ্রামে পাঁচটি কৌটো বোমা পড়েছিল। সেইগুলির মধ্যে একটা নিয়ে সাকিব ও সাহিল খেলছিল। সেইসময়ই বিস্ফোরণ হয়। এখনও এলাকায় চারটি বোমা পড়ে আছে।  এই বোমাগুলি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল সেব্যাপারে কেউই কিছু বলতে পারেননি। এলাকায় বার বার এমন ঘটনা ঘটছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেও সালারে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি খেলনা ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বার বার শিশুরা বিপদের সম্মুখীন হচ্ছে। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।  সালার থানার পুলিশ।  পুলিশ ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা।

তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে ওই বোমা রেখেছিল, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার

জৈদুল সেখ, সালার:  পঞ্চায়েত নির্বাচনের দিন মুর্শিদাবাদের সালার উত্তপ্ত হয়ে উঠেছিল। রক্ত ঝরেছিল, প্রাণও গেছে। শনিবার সেই সালারের কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশু গুরুতর জখম হল।  ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, বাবলা গ্রামে শনিবার সকালে সকালে সাহিল সেখ এবং সাকিব সেখ নামের দুই শিশু খেলনা ভেবে কৌঠো বোমা নিয়ে খেলছিল। আচমকা সেই বোমা ফেটে যায়। যার জেরে গুরুতর আহত হয় দুই শিশু।  আহত অবস্থায় দুই শিশুকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানেই চিকিত্‍সা চলছে তাদের।

গ্রামবাসীদের কথায়, বাবলা গ্রামে পাঁচটি কৌটো বোমা পড়েছিল। সেইগুলির মধ্যে একটা নিয়ে সাকিব ও সাহিল খেলছিল। সেইসময়ই বিস্ফোরণ হয়। এখনও এলাকায় চারটি বোমা পড়ে আছে।  এই বোমাগুলি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল সেব্যাপারে কেউই কিছু বলতে পারেননি। এলাকায় বার বার এমন ঘটনা ঘটছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেও সালারে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি খেলনা ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বার বার শিশুরা বিপদের সম্মুখীন হচ্ছে। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।  সালার থানার পুলিশ।  পুলিশ ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা।

তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে ওই বোমা রেখেছিল, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।