মধ্যযুগীয় বর্বরতা বিহারে, যুবক ও কিশোরীকে বিবস্ত্র করে মারধর

- আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের পর এবার বিহারের বেগুসরাইতে মধ্যযুগীয় বর্বরতার ঘটনা সামনে এল। এক যুবক ও কিশোরীকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, যুবক ও ওই কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে অভিযুক্তরা। তার পরেই তাদের বিবস্ত্র করে মারধর করা হয়। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল। এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল কিশোরীকে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বেগুসরাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানিয়েছেন, কিশোরীর বয়ানের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে যুবক ও কিশোরীকে মারধর করে বিবস্ত্র করার ঘটনায় তিন অভিযুক্তের এখনও হদিশ করতে পারেনি পুলিশ। ভিডিয়োটি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি যুবক এবং কিশোরীর পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।