ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ মিলল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে

- আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ মিলল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে। সোমবার এমনটাই জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুরিয়েন উপসাগরের কাছে বার্নাকল-আবদ্ধ সিলিন্ডারটি খোঁজ মেলে। নিখোঁজ এমএইচ-৩৭০ ফ্লাইট অংশ কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল।
গত দু’সপ্তাহ রকেটের ধ্বংসাবশেষটি নিয়ে পরীক্ষা করার পর অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (এএসএ) নিশ্চিত হয়েছে, বস্তুটি সম্ভবত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা পরিচালিত একটি পিএসএলভি’র ধ্বংসাবশেষ। তবে ISRO এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি।
We have concluded the object located on a beach near Jurien Bay in Western Australia is most likely debris from an expended third-stage of a Polar Satellite Launch Vehicle (PSLV).
The PSLV is a medium-lift launch vehicle operated by @isro.
[More in comments] pic.twitter.com/ivF9Je1Qqy
— Australian Space Agency (@AusSpaceAgency) July 31, 2023
বর্তমানে বস্তুটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। উভয় দেশই এর পরিচয় নিশ্চিত করতে গবেষণা শুরু করছে। জাতিসংঘের মহাকাশ চুক্তির অধীনে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া এর আগেও মহাকাশ ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। সন্দেহজনক ধ্বংসাবশেষ দেখতে পেলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলেছে অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থা।