ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে

- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
- / 20
পুবের কলম প্রতিবেদক: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম প্রতুল মণ্ডল (৩৩)। মৃত শ্রমিক মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়ার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। প্রতুলের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।
সূত্রের খবর, এপ্রিল মাসে রাজমিস্ত্রির কাজে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গিয়েছিলেন প্রতুল। বৃহস্পতিবার দুপুরে কাজ শেষ করে খাবার খেতে আসছিলেন। সেসময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে গাজিয়াবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। রবিবার তাঁর মৃতদেহ পৌঁছায় ফরাক্কার সিংহপাড়া গ্রামে।
মৃতের ভাই পরিমল মণ্ডল জানান, ‘এখানে কোনও কাজ না পেয়ে দাদা রাজমিস্ত্রির কাজে উত্তরপ্রদেশ যান। দুর্গাপুজোয় বাড়ি ফেরার কথা ছিল। বৃহস্পতিবার এক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল। হাসপাতালে ভরতি করা হয়েছিল। শনিবার ভোরে হাসপাতালে দাদার মৃত্যু হয়েছে’।