উত্তরাখণ্ডে পথদুর্ঘটনা মৃত ৮, আহত ৩

- আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তরাখণ্ডে পথদুর্ঘটনা আট জনের মৃত্যুর অনুমান করা হচ্ছে। নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় একটি পিক আপ ভ্যান। এই ঘটনার জেরেই আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে নৈনিতালে।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি চেদাখান-মিদার সড়ক ধরে পাটলোট থেকে আমজাদ গ্রামের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। নৈনিতালের সিনিয়র পুলিশ সুপার প্রহ্লাদ নারায়ণ মিনা বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে মৃত্যু হয় তাঁদেরও। আহত তিন জন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।