২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেক্স ভিডিও’র ফাঁদে পা দিয়ে আড়াইলক্ষের বেশি খোয়ালেন গুজরাতের ব্যবসায়ী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক: সেক্স ভিডিও’র ফাঁদে পা দিয়ে আড়াইলক্ষের বেশি টাকা খোয়ালেন গুজরাতের এক ব্যবসায়ী। রাজ্যের মোরবি পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী পুনর্নবীকরণযোগ্য শক্তি ফার্ম চালান। সেক্স ভিডিও’র ফাঁদে পড়ে ২ লক্ষ ৬৯ হাজার টাকা খুইয়েছেন তিনি।

গত বছরের আগস্টের ৮ তারিখে এক মহিলার ফোন আসে গুজরাতের ওই ব্যবসায়ীর কাছে। মহিলা নিজেকে রিয়া শর্মা বলে পরিচয় দেন। ওই মহিলা গুজরাতের ওই ব্যবসায়ীকে ভিডিও কলে তার পরনের জামা কাপড় খুলে ফেলতে বলেন। এর পরে মহিলা বলেন, ৫০ হাজার দিতে হবে, না হলে তার নগ্ন ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে।

এই ঘটনার কিছুদিন পর গুজরাতের ওই ব্যবসায়ী আরও একটি ফোন কল পান। যেখানে ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি বলেন তার নাম গুড্ডু শর্মা। তিনি দিল্লি পুলিশে কর্মরত। ওই নগ্ন ভিডিওর জন্য তার কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করেন গুড্ডু। এর পর ১৪ আগস্ট এক ব্যক্তি গুজরাতের ওই ব্যবসায়ীকে ফোন করে বলে তিনি দিল্লি পুলিশের সাইবার সেলের আধিকারিক। ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুজরাতের ওই ব্যবসায়ীর কাছ থেকে ৮০.৯৭ লক্ষ টাকা দাবি করেন ওই ব্যক্তি। এখানেই শেষ নয় ফের সিবিআই আধিকারিকের নাম করে একটি ভুয়ো কল করে বলা হয় ওই মহিলার মা কেন্দ্রীয় তদন্ত সংস্থা, সিবিআইয়ের কাছে গিয়েছিলেন মামলাটি নিষ্পত্তি করতে। এর জন্য ৮.৫ লক্ষ টাকা দাবি করা হয়।
এই ব্যক্তি ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ২ লক্ষ ৬৯ হাজার টাকা দিয়েছেন। এর পর একটি দিল্লি হাইকোর্টের নাম করে ভুয়ো আদেশে জানানো হয়, তাকে সন্দেহজনক হিসেবে সাব্যস্ত করে মামলাটি আপাতত বন্ধ করা হয়েছে।

এর পরে গুজরাতের ওই ব্যবসায়ী চলতি বছরের ১০ জানুয়ারি দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ১১ জন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেছেন এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৯ হাজার টাকা তিনি দিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেক্স ভিডিও’র ফাঁদে পা দিয়ে আড়াইলক্ষের বেশি খোয়ালেন গুজরাতের ব্যবসায়ী

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সেক্স ভিডিও’র ফাঁদে পা দিয়ে আড়াইলক্ষের বেশি টাকা খোয়ালেন গুজরাতের এক ব্যবসায়ী। রাজ্যের মোরবি পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী পুনর্নবীকরণযোগ্য শক্তি ফার্ম চালান। সেক্স ভিডিও’র ফাঁদে পড়ে ২ লক্ষ ৬৯ হাজার টাকা খুইয়েছেন তিনি।

গত বছরের আগস্টের ৮ তারিখে এক মহিলার ফোন আসে গুজরাতের ওই ব্যবসায়ীর কাছে। মহিলা নিজেকে রিয়া শর্মা বলে পরিচয় দেন। ওই মহিলা গুজরাতের ওই ব্যবসায়ীকে ভিডিও কলে তার পরনের জামা কাপড় খুলে ফেলতে বলেন। এর পরে মহিলা বলেন, ৫০ হাজার দিতে হবে, না হলে তার নগ্ন ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে।

এই ঘটনার কিছুদিন পর গুজরাতের ওই ব্যবসায়ী আরও একটি ফোন কল পান। যেখানে ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি বলেন তার নাম গুড্ডু শর্মা। তিনি দিল্লি পুলিশে কর্মরত। ওই নগ্ন ভিডিওর জন্য তার কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করেন গুড্ডু। এর পর ১৪ আগস্ট এক ব্যক্তি গুজরাতের ওই ব্যবসায়ীকে ফোন করে বলে তিনি দিল্লি পুলিশের সাইবার সেলের আধিকারিক। ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুজরাতের ওই ব্যবসায়ীর কাছ থেকে ৮০.৯৭ লক্ষ টাকা দাবি করেন ওই ব্যক্তি। এখানেই শেষ নয় ফের সিবিআই আধিকারিকের নাম করে একটি ভুয়ো কল করে বলা হয় ওই মহিলার মা কেন্দ্রীয় তদন্ত সংস্থা, সিবিআইয়ের কাছে গিয়েছিলেন মামলাটি নিষ্পত্তি করতে। এর জন্য ৮.৫ লক্ষ টাকা দাবি করা হয়।
এই ব্যক্তি ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ২ লক্ষ ৬৯ হাজার টাকা দিয়েছেন। এর পর একটি দিল্লি হাইকোর্টের নাম করে ভুয়ো আদেশে জানানো হয়, তাকে সন্দেহজনক হিসেবে সাব্যস্ত করে মামলাটি আপাতত বন্ধ করা হয়েছে।

এর পরে গুজরাতের ওই ব্যবসায়ী চলতি বছরের ১০ জানুয়ারি দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ১১ জন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেছেন এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৯ হাজার টাকা তিনি দিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।