২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলায় বর্ষা সমাগমে দেরির দুঃসংবাদের মধ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আম জনতার প্রশ্ন, কবে আসবে বর্ষা? তার নিশ্চিত উত্তর নেই আবহবিদদের কাছে।  এ হেন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির জেরে ভারতের মূল ভূখণ্ডে বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন। সোমবার আরব সাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। তা আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী বায়ুর মেঘমণ্ডলী এই নিম্নচাপের টানে  ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এর জেরে বর্ষার আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার সকাল ৫.৩০ নাগাদ এই নিন্মচাপটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম গোয়া থেকে ৯২০ কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম মুম্বাই থেকে ১১২০ কিলোমিটার ও গুজরাতের দক্ষিণ পোরবন্দর থেকে ১১৬০ কিলোমিটার অন্যদিকে দক্ষিণ পাকিস্তান, কারাচি থেকে ১৫২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।  বুধবার এই নিন্মচাপটি আরও অগ্রসর হয়ে উত্তর অভিমুখে এগোতে থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নির্ঘণ্ট অনুযায়ী কেরল দিয়ে মূল ভূখণ্ডে বর্ষার ঢোকার কথা ১ জুন। কিন্তু এ বার বর্ষা  আসতে দেরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়াও বর্ষা কবে কেরলে ঢুকবে, এ দিনও নিশ্চিত করে বলতে পারেনি তারা। কেরলে  বর্ষা ঢোকার পরে তা বঙ্গে পৌঁছতে  দিন দশেক লাগে। ফলত রাজ্যে কবে বৃষ্টির সমাগম হবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় আবহবিদরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়

আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলায় বর্ষা সমাগমে দেরির দুঃসংবাদের মধ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আম জনতার প্রশ্ন, কবে আসবে বর্ষা? তার নিশ্চিত উত্তর নেই আবহবিদদের কাছে।  এ হেন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির জেরে ভারতের মূল ভূখণ্ডে বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন। সোমবার আরব সাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। তা আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী বায়ুর মেঘমণ্ডলী এই নিম্নচাপের টানে  ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এর জেরে বর্ষার আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার সকাল ৫.৩০ নাগাদ এই নিন্মচাপটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম গোয়া থেকে ৯২০ কিলোমিটার, দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম মুম্বাই থেকে ১১২০ কিলোমিটার ও গুজরাতের দক্ষিণ পোরবন্দর থেকে ১১৬০ কিলোমিটার অন্যদিকে দক্ষিণ পাকিস্তান, কারাচি থেকে ১৫২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।  বুধবার এই নিন্মচাপটি আরও অগ্রসর হয়ে উত্তর অভিমুখে এগোতে থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নির্ঘণ্ট অনুযায়ী কেরল দিয়ে মূল ভূখণ্ডে বর্ষার ঢোকার কথা ১ জুন। কিন্তু এ বার বর্ষা  আসতে দেরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়াও বর্ষা কবে কেরলে ঢুকবে, এ দিনও নিশ্চিত করে বলতে পারেনি তারা। কেরলে  বর্ষা ঢোকার পরে তা বঙ্গে পৌঁছতে  দিন দশেক লাগে। ফলত রাজ্যে কবে বৃষ্টির সমাগম হবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় আবহবিদরা।