সাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ২০ অক্টোবর থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

- আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: সাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে।
কলকাতা থেকে এর বর্তমান দুরত্ব প্রায় ১৪০০ কিমি (দক্ষিণপূর্ব)। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে আগামী দুই দিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২২ অক্টোবরের আশেপাশে মধ্য-বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। যা পরবর্তী কয়েকদিনের মধ্যে সাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী ওড়িশার উপকূলের আশেপাশের কোনো জায়গায় ল্যান্ডফল হতে পারে। কালীপুজো আর ভাইফোঁটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্নিঝড়ের কারণে আগামী ২০ অক্টোবর থেকে মৎস্যজীবীদের মধ্য-বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হচ্ছে। ২৩ অক্টোবর ও এরপর থেকে আগামী সপ্তাহের প্রায় শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশিরভাগ জায়গায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হতে পারে।